মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিএনপির দুই নেতা কোথায়, কী অবস্থায় আছেন জানাতে নির্দেশ হাইকোর্টের

অপরাজেয় বাংলা ডেস্ক

১৫:০১, ২৭ ডিসেম্বর ২০২৩

৩২৪

বিএনপির দুই নেতা কোথায়, কী অবস্থায় আছেন জানাতে নির্দেশ হাইকোর্টের

নিখোঁজ বগুড়ার দুই বিএনপি নেতা দেলোয়ার হোসেন ও আনোয়ার হোসেন কোথায় এবং কী অবস্থায় আছেন তা জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৪ জানুয়ারি পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

একই সঙ্গে দেলোয়ার হোসেন ও আনোয়ার হোসেনকে আদালতে হাজির করতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

মঙ্গলবার বগুড়ার দুই বিএনপি নেতা দেলোয়ার হোসেন ও আনোয়ার হোসেনের সন্ধান চেয়ে হাইকোর্টে রিট করেন তাদের পরিবার। দুই বিএনপি নেতার পরিবারের পক্ষে ব্যারিস্টার কায়সার কামাল এ রিট করেন। পুলিশের মহাপরিদর্শক, গোয়েন্দা পুলিশ, র‌্যাব ও বগুড়ার কাহালু থানার ওসিসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়। 

পরিবারের দাবি, গত ১৪ ডিসেম্বর বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গেলে বিকেল ৫টার দিকে ডিবি পরিচয়ে কয়েকজন আনোয়ার হোসেনকে তুলে নিয়ে যায়। পরে দুপচাঁচিয়া সদরে নিয়ে এসে তার ফোনের মাধ্যমে দেলোয়ার নামের আরেকজনকে ডেকে এনে তুলে নেওয়া হয়। এরপর থেকে তাদের কোনো হদিস মিলছে না।

নিখোঁজ বিএনপির দুই নেতার মধ্যে আনোয়ার কাহালু উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক আর দেলোয়ার উপজেলা বিএনপির ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত