সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ || ৯ পৌষ ১৪৩১ || ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সুকন্যার ২২ ধারায় জবানবন্দি রেকর্ড, ফিরলেন নিজ জিম্মায়

স্টাফ করেসপন্ডেন্ট

১৭:২৯, ২৫ আগস্ট ২০২২

আপডেট: ১৭:৩০, ২৫ আগস্ট ২০২২

১২৫৮

সুকন্যার ২২ ধারায় জবানবন্দি রেকর্ড, ফিরলেন নিজ জিম্মায়

রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজের নিখোঁজ ছাত্রী সুকন্যা আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সুকন্যাকে আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করার আবেদন করে পুলিশ। আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তার তার জবানবন্দি রেকর্ড করেন।

এদিন নিজ মেয়েকে নিজ জিম্মায় ফিরে পেতে আবেদন করেন সুকন্যার মা। ঢাকার আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিকের আদালতে এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। সুকন্যা মায়ের জিম্মায় যেতে সম্মত নন। সে আদালতকে জানায়, মায়ের কাছে গেলে ভালো থাকতে পারবে না। নিজ জিম্মায় ফিরতে চাই।

শুনানি শেষে প্রাপ্তবয়স্ক হওয়ায় সুকন্যাকে আদালত নিজ জিম্মায় যাওয়ার আদেশ দেন।

জানা যায়, গত ২৩ জুন রাজধানী সিদ্ধেশ্বরী গার্লস কলেজে মায়ের সঙ্গে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হন ইয়াশা মৃধা সুকন্যা। প্রায় দুমাসেও তার কোনও খোঁজ পাচ্ছিল না পরিবার। মায়ের অভিযোগের পর সুকন্যার খোঁজে চেষ্টা চালাচ্ছিল আইনশৃঙ্খলা বাহিনীও। ২৩ আগস্ট আত্মগোপন থেকে প্রকাশ্যে আসেন সুকন্যা। গণমাধ্যমে বক্তব্যও দেয়। সে বলেন, তার মায়ের অত্যাচারে ভীত হয়ে স্বেচ্ছায় ঘর ছাড়েন তিনি। বালিশচাপা দিয়ে মেরে ফেলাসহ করেন নানা অভিযোগ। বিয়ে করার কথাও জানান সুকন্যা।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত