রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ন্যায্যতার দাবিতে গাবুরায় জলবায়ু অবরোধ, চলছে জলবায়ু কর্ম-সপ্তাহ

নিজস্ব প্রতিবেদক

১২:২১, ২১ সেপ্টেম্বর ২০২০

আপডেট: ২১:৩৩, ২৩ সেপ্টেম্বর ২০২০

১০০২

ন্যায্যতার দাবিতে গাবুরায় জলবায়ু অবরোধ, চলছে জলবায়ু কর্ম-সপ্তাহ

ন্যায্যতার দাবিতে গাবুরায় জলবায়ু অবরোধ, চলছে জলবায়ু কর্ম-সপ্তাহ

- পরিবেশ বাঁচাও
- সুন্দরবন বাঁচাও
- পৃথিবী বাঁচাও,
- জলবায়ু পরিবর্তনে ন্যায্যতা চাই
- পৃথিবী রক্ষায় কোনো অজুহাত নয়

এরকম নানা স্লোগান লেখা ফেস্টুন প্ল্যাকার্ড হাতে শিশুরা দাঁড়িয়েছিল গাবুরায় সারাদিন। তাদের একদিকে খোলপেটুয়া নদী আর দিকে তাদেরই বাড়িঘর, জমিজমা। সাতক্ষীরায় শ্যামনগরের দ্বীপ ইউনিয়ন গাবুরার এই অংশটি ডুমুরিয়া।

মাস কয়েক আগে যখন ঘূর্ণিঝড় আম্ফান এল তখন তার তান্ডব দেখেছে এই শিশুরা। দেখেছে তাদের সাজানো জনপদ কিভাবে তছনছ করে দিয়ে গেছে ঝড়। আর জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে ছড়িয়ে পড়া পানি তাদের জীবনকে করে দিয়ে গেছে দুর্বিষহ। মা আজও তারা বয়ে বেড়াচ্ছে।

এই শিশুরা বুঝে গেছে তাদের জীবনের এমন ভয়াবহ পরিণতির জন্য দায়ী জলবায়ু পরিবর্তন। এ কারণেই এইসব ফেস্টুন প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা দাঁড়িয়েছে খোলপেটুয়ার ধারে। বলছে, এ আমাদের জলবায়ু অবরোধ।

সেখানে পালিত হচ্ছে জলবায়ু কর্ম সপ্তাহ। রবিবার (২০ সেপ্টেম্বর) ছিলো তার প্রথম দিন।

দাবি সুস্পষ্ট। জলবায়ু ন্যায্যতা। সেই দাবিতে জলবায়ু অবরোধ করেছে বিশ্ব জলবায়ু কর্মসূচি উদযাপন কমিটি। জলবায়ু পরিবর্তনে ক্ষতির স্বীকার পরিবারের শিশু ও যুবরা এই কর্মসূচীতে অংশ নিয়ে তাদের ক্ষতিপূরণ দাবি করেছে। কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করেছে শ্যামনগর উপজেলা যুব ফোরাম, ইয়থনেট ফর ক্লাইমেট জাস্টিস, ইসলামিক রিলিফ বাংলাদেশসহ কয়েকটি বেসরকারি সংস্থা।

কর্মসূচিতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে গোটা বিশ্ব ঝুঁকির মধ্যে রয়েছে। বাংলাদেশে এই ঝুঁকির মাত্রা অনেক বেশি। বিশ্ব নেতৃবৃন্দ এই বিষয়টি আমলে নিচ্ছেন না। তাই এই অবরোধ।

জলবায়ু পরিবর্তনের ন্যায্যতার দাবিতে পৃথিবীব্যাপী জলবায়ু কর্মসপ্তাহ ঘোষণা করা হয়েছে। প্রতিবছরের মতো লিডার্স এর নেতৃত্বে ২০ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচি চলছে। তারই ক্ষুদ্র অংশ গাবুরায়। কর্মসূচির প্রথম দিনে ডুমুরিয়ায় জলবায়ু অবরোধ হয়ে গেছে,
- আজ দ্বিতীয় দিনে জলবায়ু বিষয়ক অনলাইন যুব কর্মশালা,
- তৃতীয় দিনে নীলডুমুরে জলবায়ু অবরোধ,
- চতুর্থ দিনে জলবায়ু পরিবর্তন ইস্যুতে অনলাইন অংকন প্রতিযোগিতা,
- পঞ্চম দিনে এক যোগে ছয়টি স্থানে জলবায়ু অবরোধ,
- ষষ্ঠ দিনে শ্যামনগর উপজেলায় জলবায়ু পদযাত্রা ও জলবায়ু অবরোধ,
- সপ্তম দিনে যুব সাইকেল র‌্যালি ও অনলাইন জলবায়ু বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত