বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫ || ২০ চৈত্র ১৪৩১ || ০২ শাওয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কুমিল্লা নামেই বিভাগ হবে: স্থানীয় সরকার উপদেষ্টা

অপরাজেয় বাংলা ডেস্ক

২১:১২, ৩০ নভেম্বর ২০২৪

৩০০

কুমিল্লা নামেই বিভাগ হবে: স্থানীয় সরকার উপদেষ্টা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘শেখ হাসিনা কুমিল্লা নামে বিভাগ হবে না বলে ঘোষণা দিয়েছিলেন। কিন্ত কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা করা হবে। আমরা তা দ্রুত বাস্তবায়ন করবো। এ বিষয়ে কাজ চলছে।’

শনিবার বিকেলে নিজ উপজেলা মুরাদনগর ডিআর উচ্চ বিদ্যালয় মাঠে মুরাদনগরবাসীর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলের অনেকেই বলতেন ভারতের আশির্বাদ ছাড়া ক্ষমতায় যাওয়া যায় না। কিন্তু শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারত পালালেন, তখন ভারত কোথায় ছিল?’

আসিফ মাহমুদ বলেন, ‘যে কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় আসার মালিক হচ্ছে এ দেশের জনগণ। নতুন বাংলাদেশ বিনির্মানে তরুণ সমাজকে নেতৃত্ব দিতে নিজেদের প্রস্তুত হতে হবে।’

অনুষ্ঠানে বিএনপি, জামায়াত, হেফাজতসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জুলাই আগস্টে কুমিল্লা জেলার ৩৫ শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank