বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ || ১৪ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এখন দেশ গড়ার পালা: তারেক রহমান

অপরাজেয় বাংলা ডেস্ক

২০:৪৭, ২৮ নভেম্বর ২০২৪

১৭৫

এখন দেশ গড়ার পালা: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে। এখন দেশগড়ার পালা। এ প্রত্যয় নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ গড়তে আমরা ৩১ দফা দিয়েছি। দেশকে নিয়ে এখনও ষড়যন্ত্র হচ্ছে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের বড়বাড়িতে শহীদ আবুল কাশেম কলেজ মাঠে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল খেলার অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বক্তব্য রাখেন।

তারেক রহমান বলেন, দেশে অনেক মেধাবী ডাক্তার ও ইঞ্জিনিয়ার রয়েছেন। আগামী দিনে মেধাবী খেলোয়াড় ও ভালো সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৈরি করতে হবে। সে লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করতে হবে। বিএনপি সরকার গঠন করলে উঁচু মানের খেলোয়াড় ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৈরি করবে। লেখাপড়া করে মেধার ভিত্তিতে যেমন ডাক্তার, প্রকৌশলী, আর্কিটেক্ট হতে হবে; তেমনি পেশাদার খেলোয়াড় কিংবা শিল্পী তৈরি করতে হবে। কারণ, একজন পেশাদার খেলোয়াড় কিংবা শিল্পীও তার পেশার মাধ্যমে পরিবারকে সাহায্য করতে পারেন।

তিনি বলেন, শহীদ জিয়ার আমলে নতুন কুঁড়ি নামে একটি অনুষ্ঠান চালু ছিল। নতুন কুঁড়ির অনুষ্ঠানের লক্ষ্য ছিল ভবিষৎ প্রজন্মে সাংস্কৃতিক কর্মী ও প্রতিভাবান খেলোয়াড় তৈরি করা। দেশে ও আন্তর্জাতিকভাবে পরিচিত ১০ থেকে ১২টি খেলা বাছাই করে প্রশিক্ষণের মাধ্যমে ভালোমানের খেলোয়াড় গড়ে তোলার চেষ্টা করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, ভেতরের শকুনগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে, বাইরের শকুনগুলোও ওঁত পেতে আছে। প্রতিবেশী দেশ থেকে এক ব্যক্তি হুংকার দিয়ে তাদের দেশের সেনাবহিনীকে প্রস্থত থাকতে বলেছে। তিনি বলেন, আামাদের দেশ গরিব নয়, বুকের শক্তি যাদের আছে তাদের এই দেশ। তারা বুকের শক্তি দিয়ে দেশ স্বাধীন করেছে। দেশের ১৪ কোটি লোক বুকের শক্তি দিয়ে আপনাদের রুখে দেবে। দেশ নিয়ে বহু ষড়যন্ত্র চলছে।   

লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে ২০১৫ সাল থেকে শুরু হওয়া এ ফুটবল টুর্নামেন্টের এটি ষষ্ঠ আয়োজন। রংপুর বিভাগের ৮টি বিএনপির সাংগঠনিক দল অংশগ্রহণ করে। ফাইনালে পঞ্চগড় বিএনপি একাদশ ট্রাইবেকারে রংপুর বিএনপি মহানগর একাদশকে পরাজিত করে। গত ১২ নভেম্বর এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত