ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুনে নিহত বেড়ে ৫
ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুনে নিহত বেড়ে ৫
ময়মনসিংহ সদরের রহমতপুর বাইপাসে আজাহার ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় কামরুল হাসান (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে।
সোমবার (১১ নভেম্বর) দুপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
নিহত কামরুলের ওই ফিলিং স্টেশনের পাশে একটি খাবারের হোটেল ছিল।
এর আগে হিমেল মুন্সি (২৫), আব্দুল কুদ্দুস (৮০), আবুল হোসেন (৪৫) ও তোফাজ্জল হোসেন (৪২) মারা যান।
আগুনের ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে সুমি আক্তার (৩০) ও আব্দুল মালেক (৫০) নামে আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন।
কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা নুর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার রাতে ময়মনসিংহ থেকে গুরুতর দগ্ধ অবস্থায় পাঁচজনকে ঢাকা নেওয়া হয়। এরমধ্যে সোমবার দুপুরের দিকে কামরুল হাসানের মৃত্যু হয়। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল।
এছাড়া সুমি আক্তার ৩২ শতাংশ ও আব্দুল মালেকের ৫০ শতাংশ শরীর দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
নুর হোসেন আরও বলেন, ৬ নভেম্বর দুপুরে নিহত প্রাইভেটকারচালক হিমেল মুন্সির মা ইয়াসমিন ওরফে হেনা বাদী হয়ে ফিলিং স্টেশনের মালিক আজহারসহ ছয়জনকে আসামি কর কোতোয়ালী থানায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলা করেন। আসামিরা পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। তবে গ্রেফতারে অভিযান চলছে।
এর আগে ৪ নভেম্বর দুপুর পৌনে ৩টার দিকে ওই ফিলিং স্টেশনে আগুন লাগে। এতে সাতটি গাড়ি ভস্মীভূত হয়ে যায়। এসময় ওই প্রাইভেটকার থেকে হিমেলের মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`