শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ || ১২ পৌষ ১৪৩১ || ২২ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টাঙ্গাইলে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত 

অপরাজেয় বাংলা ডেস্ক

২১:৩২, ২১ অক্টোবর ২০২৪

২১১

টাঙ্গাইলে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত 

টাঙ্গাইলে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২১ অক্টোবর) বিকাল সোয়া ৫টার দিকে যমুনা সেতু মহাসড়কের আশোপুর বাইপাস এলাকায় বাস এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষপাল পাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে আদমান আলম (১৭) ও একই উপজেলার পাতুলিপাড়া এলাকার সাধু মিয়ার ছেলে তাইয়ুম আলম (১৭)। 

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ নান্নু খান জানান, বিকালে দুই মোটরসাইকেল আরোহী আশেকপুর বাইপাস এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একতা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটি চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন এবং ঢাকায় নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। বাসটি আটক করা হলেও চালক ও সহকারী পলাতক।

লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত