শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫ || ২০ চৈত্র ১৪৩১ || ০৩ শাওয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কুষ্টিয়ায় বজ্রপাতে নারীসহ চারজনের মৃত্যু

অপরাজেয় বাংলা ডেস্ক

১৭:৫৭, ৯ অক্টোবর ২০২৪

৪০৮

কুষ্টিয়ায় বজ্রপাতে নারীসহ চারজনের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুর বজ্রপাতে এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, দৌলতপুর উপজেলার হোসেনাবাদ এলাকার কৃষক নিজামুদ্দিন, তরিকুল ইসলাম, আওলাদ হোসেন ও একই উপজেলার ফারাকপুর গ্রামের জহুরা খাতুন।

দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) খসরু আলম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, হোসনাবাদ এলাকায় মাঠে কৃষি কাজ করছিলেন কৃষক নিজাম, আওলাদ ও তরিকুল। হঠাৎ বজ্রপাত শুরু হলে নিরাপদ আশ্রয় মনে করে বাঁশের ছাউনি দেওয়া একটি ঘরে অবস্থান করছিলেন। এ সময় বজ্রপাত শুরু হলে তারা গুরুতর আহত হন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, অন্যদিকে জহুরা খাতুন নামে এক নারী নিজ বাড়ির পাশে পুকুরে গোসল করতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। বজ্রপাতে এক সঙ্গে চারজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank