রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সেই ৩১ জনের জামিন বাতিল

অপরাজেয় বাংলা ডেস্ক

২১:৪৭, ২৫ সেপ্টেম্বর ২০২৪

৪৮৩

জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সেই ৩১ জনের জামিন বাতিল

বান্দরবানে রুমা, থানচি, রাঙামাটি থেকে র‌্যাব অভিযানে গ্রেফতার হওয়া জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সেই ৩১ জন সদস্যের জামিন বাতিল করেছেন আদালত।

বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি মো. ইকবাল করীম জানান, মঙ্গলবার বিকালে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মসলেহ উদ্দিনের আদালত জঙ্গিদের জামিন আবেদন মঞ্জুর করেন; কিন্তু জামিননামার শর্তভঙ্গ হওয়ায় মঙ্গলবার রাতে একই আদালত তাদের জামিন বাতিল করেন।

আসামিরা হলেন- জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সদস্য কুমিল্লার দিদার হোসেন (২৫), নারায়ণগঞ্জের আল আমীন, ঢাকার কামরাঙ্গীচরের সাইনুন রায়হান, সিলেট বিয়ানীবাজারের তাহিয়াদ চৌধুরী পাভেল (১৯), সিলেটের মো. লোকমান মিয়া (২৩), কুমিল্লা লাকসামের ইমরান হোসেন শান্ত (৩৫), ঝিনাইদহের মো. আমির হোসেন (২১), বরিশালের মো. আরিফুর রহমান, ময়মনসিংহের শামিম মিয়া (২৪), কুমিল্লা সদরের মো. আস সামী রহমান সাদ (১৯), বরগুনা বেতাগী এলাকার মো. সোহেল মোল্লা সাইফুল্লাহ (২২), পটুয়াখালী সদরের মো. আল আমিন ফকির মোস্তাক (১৯), কুমিল্লা লাঙ্গলকোট এলাকার মো. জহিরুল ইসলাম ওরফে ওমর ফারুক (২৭), পটুয়াখালী সদরের মো. মিরাজ হোসেন ওরফে দোলন, মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীর রিয়াজ শেখ জায়েদ (২৪), পটুয়াখালী মহিপুরের মো. ওবাইদুল্লাহ (২০), পটুয়াখালী মির্জাগঞ্জের জুয়েল মাহমুদ (২৭), টাঙ্গাইল ধনবাড়ীর মো. ইলিয়াছ রহমান (৩২), ঝালকাঠি সদরের মো. হাবিবুর রহমান (২৩), কুমিল্লা সদরের মো. সাখাওয়াত হোসেইন ওরফে মাবরুর ওরফে রিসিং (২১), বরিশাল কোতোয়ালির মো. আব্দুস সালাম রাকি ওরফে দুমচুক রাসেল (২৮), কুমিল্লা লাকসামের যোবায়ের আহমদ (২৯), পটুয়াখালীর মো. শামীম হোসেন (২৬), হবিগঞ্জ জেলার তাওয়াবুর রহমান সোহান (২০), বরিশালের মাহমুদ ডাকুয়া (২০), মাগুরার মোহাম্মদ আবু হুরাইরা (২২), জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সামরিক শাখার প্রধান রণবীর (৪৪) ও বোমা বিশেষজ্ঞ আবুল বাসার মৃধা (৪৪)।

পিপি ইকবাল করীম জানান, জামিননামার শর্ত হলো- আসামির জামিনের ক্ষেত্রে আসামির নিজ নিজ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জিম্মায় জামিন নেওয়ার বিধান রয়েছে। র‌্যাবের জঙ্গিবিরোধী অভিযানে গ্রেফতার হওয়া জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সদস্য ৩১ জনের জামিন নেন ঈমান হোসেন নামে এক ব্যক্তি। এতে জামিননামার শর্ত ভঙ্গ হওয়ায় ফের জামিন বাতিল করেন একই আদালত।

প্রসঙ্গত রাঙামাটি, বান্দরবান সদর ও থানচি, রুমা থানায় র‌্যাবের দায়ের করা ৪টি মামলায় ২০২২-২০২৩ সালে পাহাড়ে অভিযানে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সদস্যদের গ্রেফতার করা হয়।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত