বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ || ২ মাঘ ১৪৩১ || ১৩ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পদ্মা সেতু প্রকল্পে অন্তর্বর্তী সরকার ব্যয় সংকোচন করেছে ১৮২৫ কোটি টাকা: সেতু উপদেষ্টা

অপরাজেয় বাংলা ডেস্ক

২৩:২৬, ৩০ আগস্ট ২০২৪

২৯২

পদ্মা সেতু প্রকল্পে অন্তর্বর্তী সরকার ব্যয় সংকোচন করেছে ১৮২৫ কোটি টাকা: সেতু উপদেষ্টা

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, পদ্মা সেতু প্রকল্পে ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেছেন অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে প্রকল্পের মোট ব্যয় থেকে ১ হাজার ৮২৫ কোটি টাকা সাশ্রয় করা হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যায় পদ্মা সেতু প্রকল্প পরিদর্শন শেষে শরীয়তপুরের জাজিরা সার্ভিস এরিয়া-২ এর কনফারেন্স রুমে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ফাওজুল কবির বলেন, বিগত সরকার পদ্মা সেতুর নির্মাণ ব্যয় ধরেছিল ৩২ হাজার ৬০৫ কোটি ৫২ লাখ টাকা। ইতোমধ্যে নির্মাণ ব্যয় কমিয়ে ৩০ হাজার ৭৭০ কোটি ১৪ লাখ টাকায় নামিয়ে আনা হয়েছে।

তিনি আরও বলেন, পদ্মা সেতু নির্মাণের সময় ভালো সরকার থাকলে ব্যয় আরও অনেক কমিয়ে আনা যেতো। প্রকল্পের মূল সেতুতে ৫৩০ কোটি, নদী শাসনে ৮০ কোটি, সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়াতে ১৭৮ কোটি, মূল্য সংকোচনে ৫০০ কোটি, ভূমি অধিগ্রহণে ১০৩ কোটি এবং পরামর্শ ২০০ ও অন্য ব্যয় ২৩৪ কোটিসহ মোট ১ হাজার ৮২৫ কোটি টাকা সাশ্রয় করা হয়েছে।

এ সময় উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব মো. মঞ্জুর হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নুরুল আমিন ও বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমানসব অনেকে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত