বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ || ২ মাঘ ১৪৩১ || ১৩ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিসিবির সাবেক সভাপতি পাপনের বিরুদ্ধে মামলা

অপরাজেয় বাংলা ডেস্ক

১৯:৪৭, ২৮ আগস্ট ২০২৪

৩১২

বিসিবির সাবেক সভাপতি পাপনের বিরুদ্ধে মামলা

কিশোরগঞ্জের ভৈরবে বিসিবির সাবেক সভাপতি ও সাংসদ নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে কমলপুর গ্রামের আলম সরকার বাদী হয়ে ভৈরব থানায় মামলাটি করেন।

এ মামলায় পাপন ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকি বিল্লাহ ও সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, প্রয়াত রাষ্ট্রপতির একান্ত সচিব সাখাউয়াত উল্লাহসহ ১৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে। 

মামলার বিবরণ থেকে জানা যায়, ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অভিযুক্তরা ভৈরবে বিএনপির দলীয় অস্থায়ী কার্যালয় ঢুকে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর, মূল্যবান জিনিসপত্র চুরির অভিযোগে মামলাটি করা হয়েছে।

 
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম মামলা করার বিষয়টি নিশ্চিত করে বলেন, জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত