বন্যায় ২ হাজার মোবাইল টাওয়ার অচল
বন্যায় ২ হাজার মোবাইল টাওয়ার অচল
বন্যার কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের ১৫টির বেশি জেলা বিপর্যস্ত হয়ে পড়েছে, যার প্রভাব পড়েছে টেলিযোগাযোগ খাতে। ১২টি জেলার বন্যার পানিতে প্রায় ২ হাজার ২৫টি মোবাইল টাওয়ার অচল হয়ে গেছে। এই পরিস্থিতির কারণে ওই অঞ্চলে মোবাইল নেটওয়ার্কে জটিলতা সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
বিভাগটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান বিকেল ৫টা পর্যন্ত আপডেট করা তথ্যের ভিত্তিতে জানান, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত জেলা গুলোর মধ্যে রয়েছে: নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং রাঙ্গামাটি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুমিল্লা জেলা, যেখানে প্রায় ৬০৯টি টাওয়ার অচল হয়ে গেছে।
এছাড়া, নোয়াখালী জেলায় ৩৪৪টি, লক্ষ্মীপুর জেলায় ৮৪টি, ফেনী জেলায় ৪৬৬টি, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৩২টি, চাঁদপুরে ১২১টি, চট্টগ্রাম জেলায় ১৯৪টি, খাগড়াছড়ি জেলায় ৯৪টি, হবিগঞ্জ জেলায় ৬টি, মৌলভীবাজার জেলায় ৪২টি, সুনামগঞ্জ জেলায় ২৪টি এবং রাঙ্গামাটি জেলায় ৯টি টাওয়ার অচল হয়েছে।
মোট ১২ হাজার ১৭৯টি টাওয়ারের মধ্যে এখনো সচল রয়েছে ১০ হাজার ১৫৪টি। বিকেল ৫টা পর্যন্ত প্রায় ১৬ দশমিক ৭ শতাংশ টাওয়ার অচল হয়েছে।
অপরদিকে, বন্যা কবলিত এলাকায় যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির সহযোগিতায় ১০টি ভি-স্যাট প্রস্তুত রাখা হয়েছে, যার মধ্যে ৫টি ভি-স্যাট ইতোমধ্যে ফেনী জেলার প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`