দীপু মনিসহ দেড় হাজার আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
দীপু মনিসহ দেড় হাজার আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সাবেক মন্ত্রী দীপু মনিসহ ৫১০ জনের নামে মামলা হয়েছে। চাঁদপুরে বিএনপি নেতার বাড়ি, অফিস ভাঙচুর, লুটপাট ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগে এ মামলা করা হয়। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।
চাঁদপুর শহরের মেথা রোডে শেখ ফরিদ আহমেদের মুনিরা ভবনের দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক সেলিম মিয়া বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় মামলাটি দায়ের করেছেন। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার (ওসি) শেখ মোহাম্মদ মুহসীন আলম।
মামলায় দীপু মনিকে এক নম্বর ও তাঁর বড় ভাই জে আর ওয়াদুদকে দুই নম্বর আসামি করা হয়েছে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবীর প্রমুখ।
এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই আনুমানিক সন্ধ্যা ৭টায় দেশি অস্ত্র নিয়ে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদের (মানিক) মালিকানাধীন শহরের মুনিরা ভবনে হামলা, মালামাল লুটপাট, ভাঙচুর ও ভবনে অগ্নিসংযোগ করা হয়। তাঁর দলীয় অফিসেও ভাঙচুর করা হয়। তখন শেখ ফরিদ আহমেদ চিকিৎসার জন্য দেশের বাইরে ছিলেন। সব মিলিয়ে ওই ঘটনায় প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে। ন্যায়বিচার পেতে থানায় মামলাটি করা হয়েছে।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি শেখ মুহাম্মদ মুহসীন আলম বলেন, ওই ঘটনায় অভিযোগ পেয়ে যাচাই করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মামলাটি রুজু করি।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`