রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ফরিদপুরে লুট হওয়া শটগানসহ তিনটি মোটরসাইকেল থানায় ফেরত

অপরাজেয় বাংলা ডেস্ক

১২:৩৬, ৯ আগস্ট ২০২৪

১৯০

ফরিদপুরে লুট হওয়া শটগানসহ তিনটি মোটরসাইকেল থানায় ফেরত

ফরিদপুরের সদরপুর থানা থেকে লুট হওয়া একটি শটগানসহ তিনটি মোটরসাইকেল ফেরত দিয়ে গেছেন কয়েকজন ব্যক্তি। বুধবার (৭ আগস্ট) রাতে থানার নিরাপত্তায় নিয়োজিত আনসারের হাবিলদারের কাছে এসব জমা দেন তারা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেল পাঁচটার দিকে এ তথ্য নিশ্চিত করে আনসার ভিডিপির ফরিদপুর জেলা কমান্ড্যান্ট নাদীরা ইয়াসমিন বলেন, ফেরত দেওয়া শটগানের গায়ে ‘কে আর জি/ ৪২৫২২৪২’ নম্বর লেখা রয়েছে। এ ছাড়া ফেরত দেওয়া তিন মোটরসাইকেলর দুটির নম্বরপ্লেট নেই। অপরটির নম্বর রাজবাড়ী-ল-১১-৬০৮৫।

নাদীরা ইয়াসমিন আরও জানান, হাবিলদার আবদুল লতিফের নেতৃত্বে আটজন আনসার সদস্য বর্তমানে সদরপুর থানার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। বুধবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি লুটের দুটি মোটরসাইকেল নছিমনে করে এবং অন্যটি চালিয়ে এনে পৌঁছে দেন।

হাবিলদার আব্দুল বাতেন জানান, অপরিচিত ব্যক্তির ফোনে পাওয়া তথ্য অনুযায়ী, অস্ত্রটি আটরশি দরবার শরিফের পাশে নির্মাণাধীন একটি দোকানঘরে বস্তার ভেতর থেকে উদ্ধার করা হয়।

নাদীরা ইয়াসমিন জানান, মোটরসাইকেল তিনটি সদরপুর থানায় আনসার সদস্যদের জিম্মায় রাখা হয়েছে। শটগানটি ফরিদপুরের দায়িত্বরত সেনাবাহিনীর লে. কর্নেল নাহিদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ছাত্র-জনতার ডাকা সরকার পতনের এক দফা দাবিতে ৫ আগস্ট বিকেল পাঁচটার দিকে মিছিল থেকে একদল বিক্ষোভকারী সদরপুর থানায় হামলা করে। ওই সময় তারা থানার সামনে থাকা ইউএনও, ওসির গাড়ি ও একটি পুলিশ ভ্যানে অগ্নিসংযোগ করে। পাশাপাশি বেশ কয়েকটি মোটরসাইকেল লুট ও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া থানার অস্ত্রাগার ভেঙে অস্ত্র–গুলি লুট করে নিয়ে যায় তারা।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম  জানান, কতগুলো অস্ত্র ও  মোটরসাইকেল লুট হয়েছে, সেটা হিসাব ছাড়া বলা সম্বব নয়।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত