শনিবার   ০৫ এপ্রিল ২০২৫ || ২২ চৈত্র ১৪৩১ || ০৪ শাওয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বরিশালে প্রতিমন্ত্রীর বাসভবনে আগুন

অপরাজেয় বাংলা ডেস্ক

১৪:৪৬, ৪ আগস্ট ২০২৪

২৮২

বরিশালে প্রতিমন্ত্রীর বাসভবনে আগুন

বরিশালে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীমের বাসভবসে আগুন লগিয়েছে বিক্ষুব্ধরা। 

শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের কর্মসূচি হিসেবে আন্দোলনকারীরা সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্ট অবস্থান নেন। এদিকে শহরের চৌমাথা এলাকায় প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের অনুসারীরা অবস্থান নিলে বিক্ষুব্ধদের সঙ্গে সংঘর্ষ হয়। শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ জনতাকেও অংশগ্রহণ করতে দেখা যায়।

পরে নথুল্লাবাদ এলাকা থেকে বিপুল শিক্ষার্থী প্রতিমন্ত্রী অনুসারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এ সময় বিক্ষুব্ধরা ১৫/২০টি মোটারসাইকেল আগুন দেয়। পরে প্রতিমন্ত্রীর বাসভবনেও আগুন দেওয়া হয়। 
 

সূত্র: দৈনিক ইত্তেফাক

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank