শনিবার   ০৫ এপ্রিল ২০২৫ || ২২ চৈত্র ১৪৩১ || ০৪ শাওয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

খুলনায় পুলিশ হত্যা মামলায় আসামি ১২০০

অপরাজেয় বাংলা ডেস্ক

১৫:০৭, ৩ আগস্ট ২০২৪

৩৯৪

খুলনায় পুলিশ হত্যা মামলায় আসামি ১২০০

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘর্ষে পুলিশ কনস্টেবল সুমন ঘরামী নিহতের ঘটনায় অজ্ঞাত ১২০০ জনকে আসামি করে মামলা হয়েছে। লবণচরা থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা সাকলাইন বাদী হয়ে শুক্রবার (২ আগস্ট) রাতে মামলাটি দায়ের করেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এই মামলায় এখনো কেউ গ্রেফতার হয়নি।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় খুলনার মোহাম্মদনগর এলাকায় আন্দোলনকারীদের হামলায় নিহত হন সুমন ঘরামী। তার বাড়ি বাগেরহাট জেলার কচুয়া উপজেলায়। স্ত্রী ও মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন নগরীর বয়রা এলাকায়।

নিহত সুমন ঘরামী খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার সৌমেন বিশ্বাসের দেহরক্ষী ছিলেন।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank