১৩ দিন পর চলল লোকাল ও কমিউটার ট্রেন
১৩ দিন পর চলল লোকাল ও কমিউটার ট্রেন
টানা ১৩ দিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার কিছু লোকাল ও কমিউটার ট্রেন চালু করেছে রেলওয়ে। আন্তঃনগর ট্রেন চলতে আরও কয়েক দিন সময় লাগবে।
রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেছেন, লোকাল ও কমিউটার ট্রেন চালু হলেও আন্তঃনগর নিয়ে আলোচনা চলমান আছে। শিগগির আন্তঃনগর ট্রেন চালু করার চেষ্টা করা হচ্ছে।
যদিও রেলওয়ের সংশ্লিষ্ট সূত্র বলছে, শনিবার থেকে আন্তঃনগর ট্রেন চালানোর পরিকল্পনা হলেও তাতে বদল এসেছে। আগামী মঙ্গলবার থেকে আন্তঃনগর ট্রেন চলতে পারে।
ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তিতাস কমিউটার, দেওয়ানগঞ্জ কমিউটার, জামালপুর কমিউটার, তুরাগ কমিউটার, কর্ণফুলী কমিউটার ও নারায়ণগঞ্জ কমিউটার ছেড়ে যায়। চট্টগ্রাম থেকে কর্ণফুলী কমিউটার, সাগরিকা কমিউটার ও নাজিরহাট লোকাল; ময়মনসিংহ থেকে মোহনগঞ্জ এবং জারিয়া রুটে দু’দিক থেকেই লোকাল ট্রেন ছাড়ে।
রেলওয়ে সূত্র বলছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনাসহ কয়েকটি শহর থেকে আশপাশের গন্তব্যে কমিউটার ও লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে। আর খুলনা-ঈশ্বরদী, রাজশাহী-রহনপুর, খুলনা-বেনাপোল, বেনাপোল-মোংলা, রাজবাড়ী-ভাঙ্গা এবং রাজবাড়ী-ভাটিয়াপাড়া রুটে ১২টি লোকাল ট্রেন চলাচল করবে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় গত ১৮ জুলাই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে গতকাল সকাল ৮টায় চাঁদপুরগামী সাগরিকা কমিউটার ছেড়ে যায়। সকাল পৌনে ১০টায় ছাড়ে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার। বেলা ১১টা ২৫ মিনিটে ছাড়ে নাজিরহাট লোকাল। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম স্টেশন মাস্টার মো. মাঈন উদ্দিন মামুন বলেন, যাত্রী ও ট্রেনের নিরাপত্তায় ট্রেনগুলোয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৪ জন করে সদস্য রয়েছেন। বৃহস্পতিবার যাত্রী কম ছিল।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি জানান, ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন থেকে গতকাল সকাল ৭টা ১৫ মিনিটে ঢাকাগামী ঢাকা কমিউটার এবং বেলা পৌনে ১১টায় খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ছেড়ে যায়। ট্রেন ছাড়ার আগে স্টেশন ঘিরে কড়া পুলিশি প্রহরার ব্যবস্থা করে রেলওয়ে কর্তৃপক্ষ।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`