রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

১৩ দিন পর চলল লোকাল ও কমিউটার ট্রেন

অপরাজেয় বাংলা ডেস্ক

২৩:২৩, ১ আগস্ট ২০২৪

১৬৩

১৩ দিন পর চলল লোকাল ও কমিউটার ট্রেন

টানা ১৩ দিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার কিছু লোকাল ও কমিউটার ট্রেন চালু করেছে রেলওয়ে। আন্তঃনগর ট্রেন চলতে আরও কয়েক দিন সময় লাগবে।

রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেছেন, লোকাল ও কমিউটার ট্রেন চালু হলেও আন্তঃনগর নিয়ে আলোচনা চলমান আছে। শিগগির আন্তঃনগর ট্রেন চালু করার চেষ্টা করা হচ্ছে।

যদিও রেলওয়ের সংশ্লিষ্ট সূত্র বলছে, শনিবার থেকে আন্তঃনগর ট্রেন চালানোর পরিকল্পনা হলেও তাতে বদল এসেছে।  আগামী মঙ্গলবার থেকে আন্তঃনগর ট্রেন চলতে পারে। 

ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তিতাস কমিউটার, দেওয়ানগঞ্জ কমিউটার, জামালপুর কমিউটার, তুরাগ কমিউটার, কর্ণফুলী কমিউটার ও নারায়ণগঞ্জ কমিউটার ছেড়ে যায়। চট্টগ্রাম থেকে কর্ণফুলী কমিউটার, সাগরিকা কমিউটার ও নাজিরহাট লোকাল; ময়মনসিংহ থেকে মোহনগঞ্জ এবং জারিয়া রুটে দু’দিক থেকেই লোকাল ট্রেন ছাড়ে।

রেলওয়ে সূত্র বলছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনাসহ কয়েকটি শহর থেকে আশপাশের গন্তব্যে কমিউটার ও লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে। আর খুলনা-ঈশ্বরদী, রাজশাহী-রহনপুর, খুলনা-বেনাপোল, বেনাপোল-মোংলা, রাজবাড়ী-ভাঙ্গা এবং রাজবাড়ী-ভাটিয়াপাড়া রুটে ১২টি লোকাল ট্রেন চলাচল করবে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় গত ১৮ জুলাই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে গতকাল সকাল ৮টায় চাঁদপুরগামী সাগরিকা কমিউটার ছেড়ে যায়। সকাল পৌনে ১০টায় ছাড়ে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার। বেলা ১১টা ২৫ মিনিটে ছাড়ে নাজিরহাট লোকাল। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম স্টেশন মাস্টার মো. মাঈন উদ্দিন মামুন বলেন, যাত্রী ও ট্রেনের নিরাপত্তায় ট্রেনগুলোয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৪ জন করে সদস্য রয়েছেন। বৃহস্পতিবার যাত্রী কম ছিল।

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি জানান, ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন থেকে গতকাল সকাল ৭টা ১৫ মিনিটে ঢাকাগামী ঢাকা কমিউটার এবং বেলা পৌনে ১১টায় খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ছেড়ে যায়। ট্রেন ছাড়ার আগে স্টেশন ঘিরে কড়া পুলিশি প্রহরার ব্যবস্থা করে রেলওয়ে কর্তৃপক্ষ।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত