রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৩ জনের মৃত্যু

অপরাজেয় বাংলা ডেস্ক

১৫:৫৩, ১২ জুলাই ২০২৪

১৪২

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৩ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের সদর ও নাচোলে বজ্রপাতে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন কৃষক ও একজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারী। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলের দিকে নাচোলের নেজামপুর ও গোবরাতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

নাচোল থানার ওসি তারেকুর রহমান সরকার ও সদর মডেল থানার ওসি মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের পরশ রায়ের স্ত্রী কমলা রায় (৩১), গোমস্তাপুর বাঙ্গাবাড়ী ইউনিয়নের মন্তাজ আলীর ছেলে উজ্জ্বল (৪৫), নাচোল সদর ইউনিয়নের আব্দুল আখেরের ছেলে উসমান গনি (৩০)।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, বিকেলে বৃষ্টির মধ্যে বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিলেন কমলা। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

স্থানীয়রা জানায়, নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের কামার জগদইল দিঘিপাড়া গ্রামের পাশে কৃষিজমিতে ছয়জন কৃষক কাজ করছিলেন। বিকেল ৫টার দিকে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান কৃষক মোহাম্মদ উজ্জ্বল। ওই মাঠে কাজ করা অপর পাঁচ কৃষক সুস্থ আছেন। এদিকে ঝলঝলিয়া গ্রামের পাশে কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হয় ওসমান আলীর।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকারপ্রতীকী ছবি জানান, জমিতে কাজ করার সময় বজ্রপাত হলে পৃথক দুটি স্থানে দুই কৃষকের মৃত্যুর খবর পেয়েছেন। দুজনের মরদেহ স্থানীয়রা তাদের বাড়িতে নিয়ে গেছেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত