ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, দুই হেলপার নিহত
ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, দুই হেলপার নিহত
![]() |
রাজবাড়ীর কালুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে দ্রুতগতির অপর আরেকটি ট্রাকের ধাক্কায় দুই হেলপার নিহত হয়েছেন। শনিবার সকাল সোয়া ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের উপজেলার মদাপুর ইউনিয়নের গড়িয়ানা কালিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর গ্রামের মো. ফেলুর ছেলে হেলপার মো. লিটন (৩২) ও রাজশাহী জেলার চারঘাট উপজেলার পিরোজপুর গ্রামের মো. আনসারের ছেলে হেলপার আনিছুর (৩৫)।
পাংশা হাইওয়ে থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মদাপুর ইউনিয়নের গড়িয়ানা কালীবাড়ি নামক এলাকায় বিকল হয়ে দাঁড়িয়ে ছিল কুষ্টিয়ামুখী ফলবাহী একটি ট্রাক। ওই ট্রাকের হেলপার লিটন ট্রাকটির পেছনে দাঁড়িয়ে মেরামতের কাজ করছিলন। হঠাৎ ওই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় কুষ্টিয়াগামী আরেকটি আমের ঝুড়ি বোঝাই ট্রাক। এতে দুইটি ট্রাক-ই দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন ধাক্কা দেওয়া ট্রাকের হেলপার আনিছুর। অপর ট্রাকের হেলপার লিটনকে গুরুতর আহাবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
তিনি আরও বলেন, দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

জনপ্রিয়
- কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রোববার
- টানা ২য়বারের মত ‘৫ম এমারজিং এশিয়া ইনসিওরেন্স এ্যাওয়ার্ড’ অর্জন করলো সোনালী লাইফ ইন্স্যুরেন্স
- ছারছীনা দরবার শরীফের পীরের মৃত্যু
- মেট্রোরেলের ৪ স্টেশন বন্ধ
- টিএসসিতে পুলিশের সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ শিক্ষার্থীরা
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- পুলিশের সঙ্গে সংঘর্ষে রেসিডেনসিয়াল কলেজের শিক্ষার্থী নিহত
- পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষে রণক্ষেত্র শনিরআখড়া
- উত্তরায় গুলিতে আন্দোলনরত ৪ জন নিহত
- কোটা আন্দোলন
বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ