শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ || ১৯ আশ্বিন ১৪৩১ || ২৯ রবিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সেন্টমার্টিনে আসা রোহিঙ্গাবোঝাই ট্রলারটি ফেরত পাঠানো হয়েছে

অপরাজেয় বাংলা ডেস্ক

১৩:১৮, ৬ জুলাই ২০২৪

১৯৯

সেন্টমার্টিনে আসা রোহিঙ্গাবোঝাই ট্রলারটি ফেরত পাঠানো হয়েছে

মিয়ানমার থেকে ঝড়ের কবলে পড়ে ইঞ্জিন বিকল হয়ে সেন্টমার্টিন দ্বীপে ভেসে আসা রোহিঙ্গাবোঝাই ট্রলার যান্ত্রিক ত্রুটি কাটিয়ে নিজ দেশে ফিরে গেছে। ট্রলারে যাত্রীদের মধ্যে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) দুই সশস্ত্র সেনা ও ৩১ রোহিঙ্গা ছিলেন। তাদের মধ্যে ১০ জন পুরুষ, ১০ জন নারী, ১১ জন শিশু।

শুক্রবার (৫ জুলাই) বিকেলে ইঞ্জিন সচল হওয়ার পর ট্রলারটি মিয়ানমারের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে এ তথ্য নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান।

সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে মংডু শহর থেকে রোহিঙ্গাবাহী ট্রলারটি মিয়ানমার নৌবাহিনীর জাহাজে করে সিটওয়ে শহরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে বোটটি পুলার জালের সঙ্গে আটকে ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে সেন্টমাটিনের উত্তর-পশ্চিম বিচে ভেসে আসে।

শুক্রবার ভোররাতে সেন্টমার্টিন উত্তর গুলাচ্চরে একটি ট্রলারে লাইটের সিগনাল দেখতে পায় দ্বীপের স্থানীয় জেলেরা। পরে স্থানীয়রা বিজিবি ও কোস্টগার্ড সদস্যদের খবর দেন। পরে সেন্টমার্টিন বিজিবি টহল টিম সেখানে গিয়ে রোহিঙ্গাবাহী ট্রলারটি নিজেদের হেফাজতে নেন।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, শুক্রবার সকালে রোহিঙ্গা ও বিজিপি সদস্য দ্বীপের উত্তর সৈকতের একটি রিসোর্টে বিজিবি হেফাজতে রাখা হয়। সশস্ত্র বিজিপি সদস্যদের মধ্যে একজন ক্যাপ্টেন ও অন্যজন সার্জেন্ট। পরে তাদের ট্রলারের যান্ত্রিক ত্রুটি কাটিয়ে বিকেলে সচল হওয়ার পর তারা স্বদেশের উদ্দেশ্যে দ্বীপ ছাড়েন।

সেন্টমার্টিনে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) দায়িত্বপ্রাপ্ত সুবেদার সানোয়ার হোসেন বলেন, সমুদ্রে প্রাকৃতিক দুর্যোগ এবং ইঞ্জিল বিকল হওয়ার কারণে মিয়ানমারের ট্রলারটি ৩৩ জন নিয়ে দ্বীপে ভেসে এসে ভিড়েছিল। বিকেলে ট্রলারটি গন্তব্যের উদ্দেশ্যে ফিরে গেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, নতুন করে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত ও নাফ নদে অবস্থান জোরদার করেছে বিজিবি ও কোস্টগার্ড।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত