বুধবার   ০৯ এপ্রিল ২০২৫ || ২৬ চৈত্র ১৪৩১ || ০৮ শাওয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কেইউজের নির্বাচনে সম্রাট-মহেন পরিষদের জয়লাভ

অপরাজেয় বাংলা ডেস্ক

২০:৫৪, ২৯ জুন ২০২৪

১৮৪

কেইউজের নির্বাচনে সম্রাট-মহেন পরিষদের জয়লাভ

খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৪-২৫ এ সম্রাট-মহেন পরিষদ জয়লাভ করেছে।  গতকাল শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনা প্রেসক্লাবে হুমায়ূন কবীর বালু মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

নির্বাচনে সভাপতি পদে সাঈয়েদুজ্জামান সম্রাট ও সাধারণ সম্পাদক পদে মহেন্দ্রনাথ সেন জয়লাভ করেন। এছাড়া সহ-সভাপতির দুটি পদে কাজী শামীম আহমেদ ও মো. আমীরুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে এস এম মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ পদে শেখ জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে সাগর সরকার, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক পদে মিলন হোসেন নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাহী সদস্য পদে নেয়ামুল হাসান কচি, শেখ লিয়াকত হোসেন ও উত্তম কুমার সরকার জয়লাভ করেন। নির্বাচনে ১১টি পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। 

নির্বাচনে নির্বাচন কমিশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন কেইউজের সাবেক সভাপতি মো. মুন্সি মাহাবুব আলম সোহাগ। এছাড়া সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন বিএফইউজের যুগ্ম মহাসচিব মো. হেদায়েত হোসেন মোল্লা ও কেউজের সদস্য হাসান আল মামুন। নির্বাচনে পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন শ্রম অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক শফিকুল ইসলাম। 

নির্বাচনে ১২৬ জন ভোটারের মধ্য ৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন পর্যবেক্ষণ করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতস বসু,  সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশিদুল ইসলাম বিপ্লব, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনিরুল আলম স্বপন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সদস্য মো বেলাল হোসেন প্রমুখ।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank