বুধবার   ০৯ এপ্রিল ২০২৫ || ২৬ চৈত্র ১৪৩১ || ০৮ শাওয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ডেপুটি স্পিকার হঠাৎ অসুস্থ, হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

অপরাজেয় বাংলা ডেস্ক

১৮:২৩, ২৮ জুন ২০২৪

২১৮

ডেপুটি স্পিকার হঠাৎ অসুস্থ, হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

পাবনার বেড়ায় একটি অনুষ্ঠানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু। তাকে জরুরি চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকার সিএমএইচ-এ আনা হয়েছে। 

শুক্রবার (২৮ জুন) বিকাল সাড়ে ৩টায় বেড়া আব্দুল খালেক স্টেডিয়াম থেকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় আনা হয়। 

সংশ্লিষ্ট সুত্র জানায়, ডেপুটি স্পিকার শুক্রবার বেলা ১১টার দিকে বেড়া বিপিন বিহারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। উদ্বোধন শেষে দুপুরে নিজ বাড়ি সংলগ্ন নৌকা চত্তরে বৃক্ষরোপণের জন্য প্রস্ততি নিচ্ছিলেন। এসময় হঠাৎ তিনি অসুস্থবোধ করেন এবং হেলে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কিছুটা সুস্থতাবোধ করায় তাকে নিজ বেড়া পৌর মহল্লার বৃশালিখার বাড়িতে নেয়া হয়। বিকালে উন্নত চিকিৎসার জন্য তাকে বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে ঢাকায় নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোরশেদুল ইসলাম বলেন, দুপুরে একটি অনুষ্ঠান শেষে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এখন তিনি মোটামুটি সুস্থ আছেন। কিন্তু উনার হার্টের অবস্থা ততটা ভাল নয়। এজন্য সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে। 

এদিকে ডেপুটি স্পিকারের সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank