শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ || ১২ পৌষ ১৪৩১ || ২২ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

গণমাধ্যম ব্যক্তিত্ব খ ম হারূনের মা বেগম লতিফন নেসা মারা গেছেন

অপরাজেয় বাংলা ডেস্ক

২২:৪৮, ৩০ মে ২০২৪

আপডেট: ২৩:২২, ৩০ মে ২০২৪

১০৯৪

গণমাধ্যম ব্যক্তিত্ব খ ম হারূনের মা বেগম লতিফন নেসা মারা গেছেন

বেগম লতিফন নেছা
বেগম লতিফন নেছা

টেলিভিশন ও গণমাধ্যম ব্যক্তিত্ব খ ম হারূনের মা বেগম লতিফন নেসা আজ বৃহস্পতিবার ৩০ মে সন্ধ্যা সাতটায় খুলনার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। তার বয়স হয়েছিল ৯৫ বছর।

খ ম হারূনের বড় মেয়ে লেখক ও উন্নয়নকর্মী কিযী তাহনিন জানিয়েছেন, আগামীকাল শুক্রবার সকাল দশটায় খুলনার বাসায় জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে তার দাদিকে দাফন করা হবে। 

বেগম লতিফন নেসা ১৯৩০ সালে খুলনায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শেখ আব্দুল মান্নান। স্বামী আলী আহমেদ খান ছিলেন একজন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা। তার এক ছেলে, তিন মেয়ে।

বেগম লতিফন নেসা ছিলেন একজন সৃজনশীল চারু শিল্পী ও লেখক। তার প্রকাশিত গ্রন্থের নাম ‘বিক্ষিপ্ত সঞ্চায়ন’।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত