উপজেলা নির্বাচনকে সামনে রেখে গৌরনদীতে জমজমাট নির্বাচনী প্রচার
উপজেলা নির্বাচনকে সামনে রেখে গৌরনদীতে জমজমাট নির্বাচনী প্রচার
উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গৌরনদীতে জমজমাট নির্বাচনী প্রচারনা। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে, ভাইস চেয়ারম্যান পদে দুইজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৯ মে বুধবার গৌরনদীতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
চেয়ারম্যান পদে তিন প্রার্থীর মধ্যে মনির হোসেন কাপ-পিরিচ প্রতীক, হারিছুর রহমান মোটরসাইকেল এবং সৈয়দা মনিরুন নাহার মেরী আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থীর মধ্যে জামাল গোমস্তা মাইক ও ফরহাদ হোসেন টিউবওয়েল প্রতীক পেয়েছেন। অন্যদিকে নারী ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থীর মধ্যে এডভোকেট সাহিদা আক্তার হাঁস প্রতীক, আইরিন আক্তার কলস প্রতীক এবং শিপ্রা রানী বিশ্বাস ফুটবল প্রতীকে লড়ছেন নির্বাচনে।
ইতিমধ্যেই গৌরনদী উপজেলার সাতটি ইউনিয়নে জমজমাট নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। চেয়ারম্যান পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। তিন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে হারিছুর রহমান পৌর মেয়র, সৈয়দা মনিরুন নাহার মেরী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান। অন্যদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদেও শক্ত লড়াইয়ের আভাস মিলছে। তবে নারী ভাইস চেয়ারম্যান পদে সাবেক নারী ভাইস চেয়ারম্যান এডভোকেট সাহিদা আক্তার অন্য দুই প্রার্থীর চেয়ে অনেকটাই এগিয়ে আছেন। এলাকায় তার কর্মী-সমর্থক এবং প্রচার-প্রচারণাও বেশি দেখা যাচ্ছে।
গৌরনদী উপজেলায় সাতটি ইউনিয়নে মোট ভোটার এক লাখ ৭৩ হাজার ৫৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৮ হাজার ৮৯৪ জন আর নারী ভোটার ৮৬ হাজার ৭৫ জন। মোট ভোটকেন্দ্র ৬৯টি।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`