রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

অপরাজেয় বাংলা ডেস্ক

২৩:৩৪, ৭ মে ২০২৪

২৬৩

সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (৭ মে) বিকালে জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নির্বাচন কমিশনারের সিদ্ধান্ত মোতাবেক ১ম ধাপে অনুষ্ঠিত জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের সকল পদের নির্বাচন স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী করণীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক জানানো হবে।

চিঠির বরাতে তিনি জানান, গত রোববার (৫ মে) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। সেই আদেশকে চ্যালেঞ্জ করে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম রফিক হাইকোর্টে আপিল বিভাগে রিট পিটিশন আবেদন করেন। রিট পিটিশন মঞ্জুর করে নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করে রফিকুল ইসলাম রফিকের প্রার্থিতা বহাল রাখে হাইকোর্ট। ৭ মে নির্বাচন কমিশন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে রিট দায়ের করলে কোনো আদেশ দেয়নি হাইকোর্ট। পরে নির্বাচন কমিশন সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত দেয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, ভোট গ্রহণের সব কার্যক্রম প্রস্তুত ছিল। বিকালে নির্বাচন স্থগিতের আদেশ দিলে ভোট গ্রহণের কার্যক্রম বন্ধ রাখা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভোটগ্রহণের কার্যক্রম বন্ধ থাকবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত