সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সিলেটে বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে

অপরাজেয় বাংলা ডেস্ক

১৩:৫৪, ১৫ এপ্রিল ২০২৪

২৬৫

সিলেটে বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে

সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬ ইউনিট দীর্ঘসময় চেষ্টা চালিয়ে এই আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তালতলা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার বেলাল আহমদ।

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎ বিভাগের এক প্রকৌশলী জানান, সকাল সোয়া ৯টার দিকে কুমারগাঁও ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের পরিত্যক্ত এয়ার ফিল্টারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে।

সিলেট তালতলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বেলাল আহমদ কালবেলাকে বলেন, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। আগুন পাওয়ার সাপ্লাইয়ে লাগেনি। পরিত্যক্ত মালামাল রাখার ভবনে আগুন লেগেছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ আমার দেখছি।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল কাদির বলেন, অগ্নিকাণ্ডে সিলেটের অনেক জায়গায় বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুতের সঞ্চালন স্বাভাবিক করতে বেশ কয়েক ঘণ্টা সময় লাগবে।

এর আগে সকাল ৯টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট সিটি করপোরেশন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) ও অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখ প্রমুখ।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত