সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঈদে ৬ দিন ট্রাক-কাভার্ডভ্যান বন্ধ থাকবে

অপরাজেয় বাংলা ডেস্ক

১৬:০৯, ২১ মার্চ ২০২৪

২৭১

ঈদে ৬ দিন ট্রাক-কাভার্ডভ্যান বন্ধ থাকবে

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদের আগে ও পরে মোট ৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে বনানী বিআরটিএর সদর কার্যালয়ে পবিত্র ঈদুল ফিতর, ২০২৪ উদযাপন উপলক্ষে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ঈদকে কেন্দ্র করে যানজটের কারণে যাত্রীরা ভোগান্তিতে পড়ে। তাই এ বছর ঈদের আগে তিন দিন এবং পরে তিন দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান বন্ধ রাখতে হবে। তিনি বলেন, ঈদে ট্রাক-ভ্যান বন্ধ থাকলেও প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস মালামাল, ওষুধ জাতীয় পণ্য, জ্বালানি, সার জাতীয় পণ্যের গাড়িগুলো এর আওতামুক্ত থাকবে।

সড়কে প্রচুর দুর্ঘটনা হচ্ছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, সচিবকে বারবার বলেছি, আমাদের মূল বিষয়গুলোতে হাত দেয়া দরকার। এখনো সড়কগুলোতে সবচেয়ে বড় উপদ্রব তিন চাকার গাড়ি। আমি সড়কে যখন চলি তখন দেখি তিন চাকার গাড়ি নেই। আবার যখন সড়কে বের হই না, তখনই রাস্তা ভরে যায় তিন চাকার গাড়িতে। আমরা জাতীয় সড়কে বাইক নিষিদ্ধ করেছি, কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। যেকোনো সিদ্ধান্ত বাস্তবায়নে হাইওয়ে পুলিশের সক্ষমতা আরও বাড়ানো উচিত।

লক্কড়-ঝক্কড় গাড়ির বিষয়ে তিনি বলেন, ঢাকায় চলাচল করা লক্কড়-ঝক্কড় গাড়িগুলো বাংলাদেশের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করে। যখন বিদেশিরা বাংলাদেশে আসে এবং আমাদের লক্কড়-ঝক্কড় গাড়ি দেখে, তখন আমাদের খুব লজ্জা হয়। পরিবহন মালিকদের এদিকে নজর দিতে হবে।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত