বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ || ১০ পৌষ ১৪৩১ || ২০ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কুমিল্লা সিটির নতুন মেয়র তাহসিন বাহার সূচনা

অপরাজেয় বাংলা ডেস্ক

১৯:৫২, ৯ মার্চ ২০২৪

আপডেট: ১৯:৫৪, ৯ মার্চ ২০২৪

১২৫৬

কুমিল্লা সিটির নতুন মেয়র তাহসিন বাহার সূচনা

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) উপ-নির্বাচনে ২১ হাজার ৯৯৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসীন বাহার সূচী। তার নির্বাচনী প্রতীক ছিল বাস।

শনিবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন ভোট গণনা শেষে কুমিল্লা জেলা স্কুল মিলনায়তনে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। ভোটাররা কেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।

নির্বাচনে তাহসীন বাহার সূচী পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুল হক সাক্কু পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট।

এর আগে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। ১০৫টি কেন্দ্রের ৬৪০ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে চারজন প্রার্থী অংশ নেন। অন্য দুই প্রার্থী হলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর উর রহমান মাহমুদ তানিম (হাতি প্রতীক) ও সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া প্রতীক)।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার দুই লাখ ৪২ হাজার ৪৫৮ জন। ভোট পড়েছে ৩৮ দশমিক ৮২ শতাংশ।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত