পিরোজপুরের সড়কে গেল ৭ প্রাণ
পিরোজপুরের সড়কে গেল ৭ প্রাণ
![]() |
পিরোজপুর সদর উপজেলার পিরোজপুর-পাড়েরহাট সড়কের ঝাউতলায় বাসের সঙ্গে -ব্যাটারিচালিত অটোরিকশা-মোটরসাইকেলের ধাক্কায় সাত জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (৮ মার্চ) দুপুরে পিরোজপুর-পাড়েরহাট সড়কের ঝাউতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ওসি মো. আশিকুজ্জামান।
নিহতরা হলেন- ভান্ডারিয়ার মাদার্শির স্বপন হাওলদার (২৮), উত্তর শংকরপাশার নাইম শেখ (২৫), ইন্দুরকানীর গদার হাওলার হেমায়েত হাওলাদার (৫৫), শংকরপাশার খায়রুল শেখ (২০), বাদুরার জেসমিন আক্তার (৩৬), উত্তর শংকারপাশার মানসুরা বেগম (৪০) ও দক্ষিণ নামাজপুরের আলমগীর মীর (৩০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুর থেকে ছেড়ে আসা বাসটি শংকরপাশা ইউনিয়নের ঝাউতলা এলাকায় একটি ইজিবাইককে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে ইজিবাইকটি যাত্রী নামাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে বাসটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও ৩ জনকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর সদর থানার ওসি মো. আশিকুজ্জামান জানান, পুলিশ খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে যায়। ফায়ার ব্রিগেডের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। নিহতদের শনাক্ত করার পর জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়াই আত্মীয়-স্বজনের কাছে হস্তন্তর করা হয়।

আরও পড়ুন

জনপ্রিয়
- কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রোববার
- টানা ২য়বারের মত ‘৫ম এমারজিং এশিয়া ইনসিওরেন্স এ্যাওয়ার্ড’ অর্জন করলো সোনালী লাইফ ইন্স্যুরেন্স
- ছারছীনা দরবার শরীফের পীরের মৃত্যু
- মেট্রোরেলের ৪ স্টেশন বন্ধ
- টিএসসিতে পুলিশের সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ শিক্ষার্থীরা
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- পুলিশের সঙ্গে সংঘর্ষে রেসিডেনসিয়াল কলেজের শিক্ষার্থী নিহত
- পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষে রণক্ষেত্র শনিরআখড়া
- উত্তরায় গুলিতে আন্দোলনরত ৪ জন নিহত
- কোটা আন্দোলন
বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ