পিরোজপুরের সড়কে গেল ৭ প্রাণ
পিরোজপুরের সড়কে গেল ৭ প্রাণ
পিরোজপুর সদর উপজেলার পিরোজপুর-পাড়েরহাট সড়কের ঝাউতলায় বাসের সঙ্গে -ব্যাটারিচালিত অটোরিকশা-মোটরসাইকেলের ধাক্কায় সাত জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (৮ মার্চ) দুপুরে পিরোজপুর-পাড়েরহাট সড়কের ঝাউতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ওসি মো. আশিকুজ্জামান।
নিহতরা হলেন- ভান্ডারিয়ার মাদার্শির স্বপন হাওলদার (২৮), উত্তর শংকরপাশার নাইম শেখ (২৫), ইন্দুরকানীর গদার হাওলার হেমায়েত হাওলাদার (৫৫), শংকরপাশার খায়রুল শেখ (২০), বাদুরার জেসমিন আক্তার (৩৬), উত্তর শংকারপাশার মানসুরা বেগম (৪০) ও দক্ষিণ নামাজপুরের আলমগীর মীর (৩০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুর থেকে ছেড়ে আসা বাসটি শংকরপাশা ইউনিয়নের ঝাউতলা এলাকায় একটি ইজিবাইককে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে ইজিবাইকটি যাত্রী নামাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে বাসটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও ৩ জনকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর সদর থানার ওসি মো. আশিকুজ্জামান জানান, পুলিশ খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে যায়। ফায়ার ব্রিগেডের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। নিহতদের শনাক্ত করার পর জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়াই আত্মীয়-স্বজনের কাছে হস্তন্তর করা হয়।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`