মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫ || ৮ বৈশাখ ১৪৩২ || ২১ শাওয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দুই সিটি ও ৬ পৌরসভায় নির্বাচন, ৯ মার্চ সাধারণ ছুটি

অপরাজেয় বাংলা ডেস্ক

১৫:৪০, ৭ মার্চ ২০২৪

৪০১

দুই সিটি ও ৬ পৌরসভায় নির্বাচন, ৯ মার্চ সাধারণ ছুটি

ময়মনসিংহ ও কুমিল্লা সিটি কর্পোরেশন এবং ছয়টি পৌরসভার সাধারণ নির্বাচন ও উপনির্বাচনে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।  

বৃহস্পতিবার (৭ মার্চ)  সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রি অ্যান্ড ডিভিশনের (শিডিউল ওয়ান অব দ্য রুলস অব বিজনেস, ১৯৯৬) (রিভারসাইড আপ টু ২০১৭) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশে ৩৭ নম্বর ক্রমিকে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক ময়মনসিংহ সিটি কর্পোরেশন সাধারণ নির্বাচন ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়রের শূন্য পদে উপনির্বাচন এবং তিনটি পৌরসভার (পটুয়াখালী জেলার পটুয়াখালী পৌরসভা, জামালপুর জেলার বকশীগঞ্জ পৌরসভা এবং বরগুনা জেলার আমতলী পৌরসভা) সাধারণ নির্বাচনসহ তিনটি পৌরসভার (ময়মনসিংহ জেলার ত্রিশাল পৌরসভা, মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ পৌরসভা এবং বগুড়া জেলার শিবগঞ্জ পৌরসভা) মেয়রের শূন্য পদের উপনির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের দিন অর্থাৎ, ০৯ মার্চ সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank