ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাদ্রাসাছাত্র ও কলেজছাত্রীসহ নিহত ৫
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাদ্রাসাছাত্র ও কলেজছাত্রীসহ নিহত ৫
ভালুকায় তিনটি সড়ক দুর্ঘটনায় তিন মাদ্রাসাছাত্র ও এক কলেজছাত্রীসহ পাঁচজন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন। আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে ট্রাকযোগে ভালুকায় অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ কওমি মাদ্রাসার ৩১ জন ছাত্র ও শিক্ষক ভালুকায় ফিরছিলেন। রোববার রাত সাড়ে ১১টার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হবিরবাড়ি ঢালীবাড়ি মোড় এলাকায় ছাত্র ও শিক্ষক বহনকারী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উলটে দুর্ঘটনা ঘটে। এতে মাদ্রাসাছাত্র গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের জয়ারচর গ্রামের আবুল কালামের ছেলে মো. নাঈম ইসলাম (১৪) ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ভালুকা উপজেলার পাইলাব গ্রামের ফারুক খানের ছেলে সানাউল্লাহ সজল (১৫) ও ঢাকায় নেওয়ার পথে উপজেলার কাঁঠালী গ্রামের সাত্তার ঢালীর ছেলে সায়েম ঢালী (১৫) নিহত হয়। এ সময় অন্তত ২৮ জন ছাত্র ও শিক্ষক আহত হন। আহতদের ভালুকা সরকারি হাসপাতাল, ময়মনসিংহ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে একই মহাসড়কে রোববার রাতে উপজেলার ভরাডোবা বাশার স্পিনিং মিলের সামনে ব্যাটারিচালিত অটোরিকশা ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে আটোচালক মো. ফারুক মিয়া (৩৫) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ফারুক পাশের ত্রিশাল উপজেলার খাগাটিয়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে।
সোমবার সকালে কলেজে যাওয়ার পথে ভরাডোবা-ঘাটাইল সড়কে বগাজান নামক স্থানে ব্যাটারিচালিত অটোরিকশা ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোযাত্রী উপজেলার বান্দিয়া গ্রামের আব্দুল বাতেন মিয়ার মেয়ে উথুরা স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের ছাত্রী নুসরাত জাহানসহ পাঁচজন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে নেওয়ার পথে নুসরাত জাহান (১৭) মারা যায়।
ভালুকার খারুয়ারী জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাতেম খান জানান, বিশ্ব ইজতেমা থেকে মাদ্রাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার তিনজন শিক্ষার্থী মারা গেছেন। আহত হয়েছে অনেকেই। তাদের মধ্যে চারজনকে ঢাকা মেডিকেল, পাঁচজন ময়মনসিংহ মেডিকেল কলেজ ও তিনজনকে ভালুকা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র।
ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ওসি মো. আতাউর রহমান দুর্ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`