মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫ || ৮ বৈশাখ ১৪৩২ || ২১ শাওয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইজতেমার প্রথম পর্বে ২১ জনের মৃত্যু

অপরাজেয় বাংলা ডেস্ক

১৯:৪৭, ৪ ফেব্রুয়ারি ২০২৪

৩১০

ইজতেমার প্রথম পর্বে ২১ জনের মৃত্যু

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে এক পুলিশ সদস্যসহ ২১ জনের মৃত্যু হয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লা রায়হান এ তথ্য জানান।

মৃতদের মধ্যে ইজতেমা ময়দানে ১৩ জন, দায়িত্ব পালনকালে পুলিশের এক সদস্য ও ময়দানে আসার পথে ৭ জন রয়েছে।

ইজতেমা ময়দানে নিহতরা হলেন রাজবাড়ীর সানোয়ার হোসেন (৬০), চট্রগ্রামের আলম (৫৬), নরসিংদীর শাহনেওয়াজ (৬০), সিরাজগঞ্জের আল মাহমুদ (৭০), শেরপুরের নওশের আলী (৬৫), ভোলার আ. কাদের (৫৫) ও শাহ আলম (৬০), নেত্রকোনার স্বাধীন (৪৫), আবদুস সাত্তার (৭০) ও এখলাস মিয়া (৬৮), জামালপুরের মতিউর রহমান (৬০), টঙ্গীর আ. জব্বার (৫৫)। আরেকজনের পরিচয় জানা যায়নি।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank