মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫ || ৮ বৈশাখ ১৪৩২ || ২১ শাওয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মানিকগঞ্জে নিপাহ ভাইরাসে দুই যুবকের মৃত্যু

অপরাজেয় বাংলা ডেস্ক

২২:৩১, ২৮ জানুয়ারি ২০২৪

আপডেট: ২২:৩৪, ২৮ জানুয়ারি ২০২৪

৩০৭

মানিকগঞ্জে নিপাহ ভাইরাসে দুই যুবকের মৃত্যু

মানিকগঞ্জ সদরে ১২ দিনের ব্যবধানে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) রাতে ঢাকার ধানমন্ডির একটি হাসপাতালে বাবুল হোসেন (৩৫) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মো.বাবুল হোসেন মানিকগঞ্জ উপজেলার পুটাইল ইউনিয়নের মান্তা এলাকার মাঈন উদ্দিনের ছেলে। এর আগে গত ১৬ জানুয়ারি একই এলাকার নাজিমুদ্দিনের ছেলে মো .লুৎফর রহমানের (২৭) মৃত্যুর খবর পাওয়া গেছে। 

মানিকগঞ্জ সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষার পর বাবুল হোসেনের নিপাহ ভাইরাসের আক্রান্তের বিষয়টি ধরা পড়ে। শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে এই মহূর্তে মানিকগঞ্জে নিপাহ ভাইরাসে আক্রান্ত আর কোনো রোগী নেই।

তিনি আরও বলেন, দুই সপ্তাহের মধ্যে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এখন এলাকার কেউ জ্বর বা মাথা ব্যথায় আক্রান্ত হলেই নিপা ভাইরাসের আতঙ্কে হাসপাতালে ছুটে আসছেন। তবে মানিকগঞ্জে এখন নিপা ভাইরাসে আক্রান্ত কোন রোগী নেই। 

পুটাইল ইউপি চেয়ারম্যান মো. মহিদুর রহমান বলেন, ১৫দিন আগে খেজুরের রস খেয়ে অসুস্থ হয়ে পড়েন বাবুল হোসেন। প্রাথমিকভাবে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতলে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রোগীর স্বজনরা তাকে ধানমন্ডির পপুলার হাসপাতলে ভর্তি করান। সেখানে তার নিপাহ ভাইরাস ধরা পড়ে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank