পাবনায় বাবা-মায়ের কবর জিয়ারত রাষ্ট্রপতির
পাবনায় বাবা-মায়ের কবর জিয়ারত রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন নিজ জেলা পাবনা সফরের দ্বিতীয় দিন আজ সকালে এখানের আরিফপুর কবরস্থানে পরিবারের সদস্যদের নিয়ে তাঁর বাবা-মা ও শ্বশুর-শ্বাশুড়ির কবর জিয়ারত করেন। এসময় রাষ্ট্রপতির সহধর্মিনী ড. রেবেকা সুলতানা, ভাই শামীম আকতার টুনু, আবু সাইদ, পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
চারদিনের সফরে নিজ জেলা পাবনায় এসেছেন রাষ্ট্রপতি গতকাল। রাষ্ট্রপতি হওয়ার পর পাবনায় এটি তাঁর তৃতীয়বারের মতো সফর। সোমবার (১৫ জানুয়ারি) তাঁর আসার কথা ছিল। এদিন বৈরী আবহাওয়ার কারণে সোমবারের সফর বাতিল করা হয়। মঙ্গলবার তিনি রাতে ছোট বেলা থেকে বন্ধুদের সঙ্গে বেড়ে উঠা নিজের প্রিয় শহরে হেঁটে হেঁটে স্মৃতি বিজড়িত আড্ডা’র জায়গাগুলো ঘুরে দেখলেন।
রাষ্ট্রপ্রধান সবার সঙ্গে কুশল বিনিময় করেন। নিজের বন্ধু ও এক সময়ের সহকর্মীদের সঙ্গে আড্ডাও দেন। গতকাল রাতে পাবনা প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে আনন্দ আড্ডায় বাংলাদেশের রাষ্ট্রপতি ও পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য মো. সাহাবুদ্দিন বিভিন্ন সময়ের স্মৃতিচারণ করেন।
পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদের সার্বিক ব্যবস্থাপনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মো. সালাহ উদ্দিন আহমেদ, প্রেস সচিব মো: জয়নাল আবেদীন, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, পাবনা ডায়বেটিক সমিতির সভাপতি লায়ন বেবী ইসলাম।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`