সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঝিনাইদহ শহরের দুই জায়গায় ১৪৪ ধারা জারি

অপরাজেয় বাংলা ডেস্ক

১৭:১৯, ৪ জানুয়ারি ২০২৪

৩১২

ঝিনাইদহ শহরের দুই জায়গায় ১৪৪ ধারা জারি

নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ঝিনাইদহ শহরের দুই জায়গায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকালে জেলা ম্যাজিস্ট্রেট এস এম রফিকুল ইসলাম এ আদেশ জারি করেন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শহরের পাশাপাশি দুটি জায়গায় বৃহস্পতিবার বিকেল তিনটায় প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী জনসভার আয়োজন করেছে।

এদের মধ্যে ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী এবং একই সময়ে পানি উন্নয়ন বোর্ড মাঠে জনসভা আয়োজন করেছে নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী।

এতে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় তাই ওই দুটি স্থান ও এর পার্শ্ববর্তী ৪০০ গজের মধ্যে সব ধরনের সভা, সমাবেশ, মিটিং-মিছিল নিষিদ্ধ ঘোষণা করে আদেশ জারি করা হয়েছে।

এই আদেশ বেলা ১২ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত বলবৎ থাকবে। আদেশ জারির পর ওইসব জায়গা থেকে জনসভা মঞ্চের সব সরঞ্জাম খুলে সরিয়ে নিয়েছে আয়োজকরা।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত