সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পিরোজপুরে নির্বাচনী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মৃত্যু

অপরাজেয় বাংলা ডেস্ক

১৪:৪৬, ৪ জানুয়ারি ২০২৪

২৪৯

পিরোজপুরে নির্বাচনী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মৃত্যু

পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর পঞ্চাইত (৬০) নামের কলার ছড়ি প্রতীকের এক সমর্থকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। নিহত জাহাঙ্গীর পঞ্চাইত উপজেলার মিরুখালী ইউনিয়নের নাগ্রাভাংগা গ্রামের তোতাম্বর পঞ্চাইতের ছেলে।

জানা গেছে, নির্বাচনী বিরোধের জের ধরে গতকাল বুধবার বাড়ি থেকে বাদুরা বাজারে যাওয়ার পথে প্রতিপক্ষরা তাঁর ওপর হামলা চালায়। পরে তাঁকে আশঙ্কাজনকভাবে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অবস্থার অবনতি ঘটলে রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহতের ছেলে ইমরান জানান, গতকাল বিকেলের দিকে মঠবাড়িয়ার বাদুরা এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় হামলার শিকার হোন। বাবা মাথায় গুরুতর জখম হন। প্রথমে তাঁকে উদ্ধার করে পিরোজপুরের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ সকালের দিকে ঢাকা মেডিকেলে আনা হলে দায়িত্বরত চিকিৎসক জানায় আমার বাবা আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত