সাবেক আইজিপিকে এলাকা ছাড়তে বললেন সাবেক অতিরিক্ত ডিআইজি
সাবেক আইজিপিকে এলাকা ছাড়তে বললেন সাবেক অতিরিক্ত ডিআইজি
এবার একই মাঠে নৌকা প্রতীকে আওয়ামী লীগের সমর্থনের দাপট দেখালেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে আওয়ামী লীগ প্রার্থী বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সাবেক অতিরিক্ত ডিআইজি আবদুল কাহার আখন্দ। নৌকার পক্ষে কথা না বললে সাবেক আইজিপিকে এলাকা ছেড়ে চলে যেতে বলেন তিনি।
মঙ্গলবার সন্ধ্যায় পাকুন্দিয়া পৌর সদর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এ নির্বাচনি জনসভায় বর্তমান এমপি সাবেক আইজিপি নূর মোহাম্মদ ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি সোহরাবকে উদ্দেশ করে কঠোর সমালোচনা ও হুঁশিয়ারি উচ্চারণ করেন আবদুল কাহার আখন্দ।
তিনি বলেন, আইজিপি সাহেব আপনাকে আমি চিনি। আপনার বাড়ি আর আমার বাড়ি কাছাকাছি। আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে আর একটি কথাও বলবেন না, একটি পাও ফেলবেন না। নৌকার পক্ষে কথা বলুন। আর তা না হলে এলাকা ছেড়ে ঢাকা যান। না হলে কটিয়াদী ও পাকুন্দিয়ার নেতাকর্মীরা আপনার বাড়ি ঘেরাও করবেন।
এ সময় সমাগত জনতাকে উদ্দেশ করে কাহার আখন্দ বলেন, আইজিপির বাবা বঙ্গবন্ধুর বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলার সাক্ষী ছিলেন। দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে ঈগল প্রতীকের বিদ্রোহী প্রার্থী সাবেক এমপি সোহরাব উদ্দিন নিজেই রাজাকার ছিলেন। তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলাও হয়েছে।
এ সময় সাবেক অতিরিক্ত ডিআইজি তার নৌকা প্রতীকের বিরুদ্ধে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লেবাসধারী লোকজন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বহিষ্কৃত বিএনপি নেতা মেজর আখতারের পক্ষে জনপ্রতিনিধি আওয়ামী লীগ নেতাদের কাজে লাগাতে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। তিনি বলেন, বর্তমান এমপি সাবেক আইজিপি নূর মোহাম্মদ প্রকাশ্যে স্বতন্ত্র প্রার্থী মেজর আখতারকে সমর্থন জানিয়ে টাকা-পয়সাও বিলি করছেন। গোয়েন্দা পরিচয়ে কোনো লোকজন আসলে তাদেরও পাকড়াও করার নির্দেশ দেন কাহার আখন্দ।
এর আগে সোমবার বিকালে একই মাঠে নির্বাচনী জনসভা করেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বহিষ্কৃত বিএনপি নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। তার জনসভা মঞ্চে প্রায় সব কজন আওয়ামী লীগ নেতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বেশ কিছু আওয়ামী লীগ নেতার উপস্থিতি লক্ষ্য করা যায়।
আর তাদের উপস্থিতিতেই তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবেন বলে অঙ্গীকার করেন।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`