সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টানা ৪ দিন সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

অপরাজেয় বাংলা ডেস্ক

২১:১৫, ১৯ ডিসেম্বর ২০২৩

৫৮৪

টানা ৪ দিন সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা চারদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে গত সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭, রোববার ১০ ডিগ্রি ও ১৬ ডিসেম্বর ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, মঙ্গলবার সকালে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বনিম্ন। গত চারদিন ধরেই ৯ থেকে ১০ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রেকর্ড হওয়ায় এ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। 

আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা কমে মৃদু থেকে মাঝারি তাপমাত্রা বয়ে যেতে পারে বলে জানান তিনি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত