মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মঙ্গলবার থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট

১৫:৫৯, ২৩ অক্টোবর ২০২৩

২৯৩

মঙ্গলবার থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে দেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এমন পরিস্থিতিতে পর্যটকদের সোমবার (২৩ অক্টোবর) সেন্টমার্টিন দ্বীপ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী দেশ টিভিকে জানান, আগামীকাল মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেন্টমার্টিন-টেকনাফ নৌরুটে যেকোনো ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

তিনি জানান, তিনটি জাহাজে করে প্রায় দেড় হাজার পর্যটক সেন্টমার্টিন গেছেন। বৈরি আবহাওয়ার কারণে পর্যটকদের দ্বীপ ছাড়ার জন্য মাইকিং করা হচ্ছে।

আগে থেকে কত পর্যটক সেন্টমার্টিনে আছেন জানতে চাইলে তিনি বলেন, এ সংক্রান্ত তথ্য আমাদের কাছে নেই।

দুপুরে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত