মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কলেজছাত্রসহ পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু

অপরাজেয় বাংলা ডেস্ক

২৩:১৫, ১৯ অক্টোবর ২০২৩

আপডেট: ২৩:১৮, ১৯ অক্টোবর ২০২৩

৩০০

কলেজছাত্রসহ পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুর ও কুমিল্লার দাউদকান্তি ও ‍পিরোজপুরের মঠবাড়িয়ায় কলেজছাত্রসহ সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। এ দুই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। 

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকালে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের আদু মাস্টার বাজার এলাকায় ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় এ ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার বিকালে হোসেনপুর থেকে যাত্রীবাহী অটোরিকশা বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের চাপায় এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হোসেনপুর ও কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অপর ৩ জনের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। অন্যদিকে কুমিল্লা থেকে নোয়াখালীগামী একটি বাসচাপায় তিন জন নিহত হয়।

কিশোরগঞ্জে নিহতের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন হোসেনপুর উপজেলার হাজীপুর গ্রামের মো. মিজান মিয়া (২৬) ও কিশোরগঞ্জ সদর উপজেলার কামালিয়ারচর গ্রামের মো. আলম মিয়া (৫০)। নিহত অন্য ২ জন ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।

এদিকে কুমিল্লায় নিহতরা হলেন নোয়াখালীর বারপাড়া গ্রামের রেনু মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা (৭২), পুত্রবধু সুমাইয়া (২৫) এবং শ্যালিকা রুশিয়া (৬২) মারা যায়। তারা ওমরা হজ্জ্ব করতে যাওয়ার প্রাক্কালে একই উপজেলার ছান্দ্রা গ্রামের আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে গিয়েছিল। 

হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ঘটনার পর পরই ট্রাকের চালককে আটক করা হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবু সেলিম রেজা বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে। এবং নিহতদের লাশ পুলিশ হেফাজতে রয়েছে।

হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মণ্ডল জানান, নিহত ৪ ব্যক্তির পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করেছেন। 

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় কলেজছাত্র নিহত

এদিকে পিরোজপুরের মঠবাড়িয়ায় সড়কের পাশে থাকা গাছে ধাক্কা লেগে মো. সবুজ গাজী (১৮) নামে এক কলেজছাত্র ঘটনাস্থলে নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে মঠবাড়িয়া-সাপলেজা সড়কের আমড়াগাছিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সবুজ উপজেলার মানিকখালী গ্রামের মো. কবির গাজীর ছেলে। সে ডা. রুস্তম আলী ফরাজি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার ঘটনা নিশ্চিত করে জানায়, নিহত কলেজছাত্রের লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত