মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ছাত্রদল নেতা নাহিদকে তুলে নেওয়ার অভিযোগ

অপরাজেয় বাংলা ডেস্ক

১০:৫৭, ১৩ অক্টোবর ২০২৩

২৮৯

ছাত্রদল নেতা নাহিদকে তুলে নেওয়ার অভিযোগ

নরসিংদী জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে কেন্দ্রীয় সংগঠন। 

বৃহস্পতিবার ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ছাত্র ঐক্যের কনভেনশন চলাকালে তাকে তুলে নিয়ে যায়। কিন্তু এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করা হলেও তারা নাহিদকে গ্রেপ্তার বা আটকের বিষয়টি স্বীকার করছে না।

এ বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, ছাত্রদল নেতা নাহিদকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।  

তিনি বলেন, এর আগেও তাকে অপহরণ করে দীর্ঘ নয় মাস গুম করে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনী। পরে অস্ত্র উদ্ধার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এবারও হয়তো সেরকম কোনো নাটক তৈরি হবে। 

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক বিরোধীদলীয় কোনো নেতাকর্মীকে আটক এবং হদিস না দেওয়াটা ভয়াবহ অমানবিক ও দস্যুবৃত্তিমূলক কাজ। আওয়ামী শাসকগোষ্ঠী ক্ষমতায় থেকে এ ধরনের ঘটনাকে একটি সংস্কৃতিতে পরিণত করেছে। রাষ্ট্রের মদদে এখনও বিরোধী দল নিধনে বেপরোয়া কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত