নিষেধাজ্ঞার আগের রাতে ইলিশ কেনার হিড়িক
নিষেধাজ্ঞার আগের রাতে ইলিশ কেনার হিড়িক
পটুয়াখালীর উপকূলের মৎস্যপল্লীতে মাছ কিনতে মধ্যরাত পর্যন্ত মানুষের ভীড় লক্ষ্য করা গেছে। বুধবার (১১ অক্টোবর) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত দেশের অন্যতম মৎস্যবন্দর আলীপুর-মহিপুর মৎস্য পল্লীতে সাধারণ ক্রেতারা ভীড় জমায়। তুলনামূলক কম দামে মাছ কেনার জন্য সরগরম হয়ে ওঠে মৎস্য অবতরণ কেন্দ্র।
সরেজমিন ঘুরে দেখা গেছে, সমুদ্র থেকে একটি ট্রলার ঘাটে ফেরা মাত্র সাধারণ মানুষ ট্রলারের কাছে ছুটে যাচ্ছেন। মৎস্য অবতরণ কেন্দ্রের ফ্লোরে মাছ উঠানোর সঙ্গে সঙ্গে চতুর্দিকে ভিড় করছেন পাইকার ও সাধারণ ক্রেতারা। অতিরিক্ত ভিড়ের কারণে ট্রলার থেকে মাছ তুলতে হিমশিম খেতে হচ্ছে ঘাট শ্রমিকদের। তুলনামূলক কম দামে মাছ কিনতে পেরে খুশি স্থানীয় সাধারণ ক্রেতারা।
মৎস্য অধিদপ্তর এ বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুম নির্ধারণ করেছে আজ ১২ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত। এই ২২ দিন মা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালনা করবে প্রশাসন। নিষেধাজ্ঞা শুরু হবার আগ মুহূর্তে সবাই মাছ কিনতে ছুটে যান মৎস্যপল্লীতে।
আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ কিনতে আসা ক্রেতা জুয়েল খান বলেন, যেহেতু ২২ দিন মাছ ধরা বন্ধ থাকবে তাই কিনতে এসেছি। প্রতি মণ ৩৫ হাজার টাকা দামে ১০ কেজি ইলিশ কিনেছি। অন্য সময় এ মাছের দাম ছিল প্রতি মণ ৫০ হাজার টাকা।
মহসিন নামের অন্য এক ক্রেতা বলেন, মণ ৩০ হাজার টাকা দামে ২০ কেজি কিনেছি। প্রতি কেজির দাম পড়ছে ৭৫০ টাকা। অন্য সময় এ মাছ কিনতে প্রতি কেজির দাম পড়ত ১৩শ থেকে ১৪শ টাকা।
মৎস্য ব্যবসায়ী আব্দুর রহিম খান বলেন, আমার আড়দের দাদন নেয়া একটি ট্রলার ৯০ মণ মাছ নিয়ে রাত নয়টার দিকে ঘাটে ফিরেছে। প্রতি মণ ৩০ হাজার টাকা দরে ২৭ লাখ টাকা বিক্রি করেছি। দুপুর ১২ টার দিকে ট্রলারটি ঘাটে ফিরতে পারলে প্রতি মণ মাছের দাম হতো কমছে কম ৫০ হাজার টাকা। তিনি আরো বলেন, এই ট্রলারটি চট্টগ্রামের বাঁশখালী এলাকার।
ট্রলারটি দুদিন আগে মাছ বিক্রি করে গেছে। জেলেরা খাবার মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছে। বাঁশখালী ফেরার পথে সোনার চর সংলগ্ন গভীর সমুদ্রে লালচে রঙের পানি দেখে জাল ফেলে ৫ হাজার ২'শ মাছ পেয়েছে।
ট্রলার মালিক রুহুল আমিন খলিফা বলেন, ১২ অক্টোবর থেকে সরকারি নিষেধাজ্ঞা শুরু হবার কারণে দূর দূরান্তের পাইকার না থাকায় স্থানীয় লোকজন কম দামে মাছ কেনার সুযোগ পেয়েছেন।
মৎস্য অফিস সূত্রে জানা গেছে, আজ বুধবার মধ্যরাত থেকে সাগর ও নদীতে বন্ধ থাকবে ইলিশসহ সব ধরনের মাছ শিকার। ইলিশের বাঁধাহীন প্রজননের জন্য আগামী ২২ দিন মাছ ধরার উপর এ নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। এ সময় মাছ পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বাজারজাতকরণ বন্ধ থাকবে। এ আইন অমান্যকারী ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সর্বোচ্চ কারাদন্ড বা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হবে। তাই মাছ ধরা বন্ধ করে গভীর সাগর থেকে দেশের অন্যতম মৎস্য বন্দর পটুয়াখালীর মহিপুর ও আলীপুরের পোতাশ্রয় খাপড়াভাঙ্গা নদীতে আশ্রয় নিয়েছে মাছধরা ট্রলারগুলো।
এদিকে, মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে বুধবার (১১ অক্টোবর) শেষ বিকেলে মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা করেছেন পটুয়াখালী জেলা প্রশাসন। ইলিশের প্রধান প্রজনন মৌসুম সম্পর্কে জেলেদের সচেতন করতে সভার আয়োজন করে কলাপাড়া উপজেলা প্রশাসন। সভায় মহিপুর -আলীপুরের দুই শতাধিক মৎস্য ব্যবসায়ী ও জেলেরা অংশ গ্রহণ করেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস. এম. রাকিবুল আহসান, পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম, মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. ফজলু গাজী, লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনছার উদ্দিন মোল্লা, মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. মালেক আকন্দ, কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. দেলোয়ার হোসেন, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মো. নাসির উদ্দিন, আলীপুর ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক শাকিল আহমেদ প্রমুখ। মতবিনিময় সভা সঞ্চলনা করেন কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, মা ইলিশ সংরক্ষণের জন্য উপজেলা প্রশাসন, বাংলাদেশ কোষ্টগার্ড, নৌ পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে অভিযান অব্যাহত থাকবে। আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করে কোন জেলে সাগর ও নদীতে মাছ ধরলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`