মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

যমুনায় পানি বৃদ্ধি, ভাঙন আতঙ্ক

অপরাজেয় বাংলা ডেস্ক

২১:৩৯, ২৬ আগস্ট ২০২৩

২৬৩

যমুনায় পানি বৃদ্ধি, ভাঙন আতঙ্ক

উজানের পাহাড়ি ঢল ও গত দুদিনের ভারি বর্ষণে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা নদীসহ সবগুলো নদীর পানি বাড়তে শুরু হয়েছে। ফলে শাহজাদপুর উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়। উপজেলার খুকনি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম ও আরকান্দির অন্তত ১৫ বাড়িঘর বন্যার পানিতে ডুবে গেছে।

এসব বাড়িঘরের মানুষ চৌকি উঁচু করে কমলমতি শিশুদের নিয়ে অতিকষ্টে বসবাস করছেন। এছাড়া উপজেলার ১৩টি ইউনিয়নের অধিকাংশ নিচু গ্রামগুলো এখন বন্যার পানিতে ভাসছে। অনেক রাস্তাঘাট বন্যার পানিতে ডুবে গেছে। ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে নদীপাড়ের অসহায় মানুষ। 

এলাকাবাসী জানান, যমুনার পানি আবারও বাড়তে থাকায় শাহজাদপুর উপজেলার যমুনা নদীর চরসহ উপজেলার ১৪টি ইউনিয়নের নিচু গ্রামগুলো পানিতে ভাসছে। মাঠ-ঘাট ও নিচু কাঁচা-পাকা সড়ক বন্যার পানিতে ডুবে গেছে।  

শাহজাদপুর উপজেলার খুকনি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম, আরকান্দি, জালালপুর ইউনিয়নের ঘাটাবাড়ি, পাড়ামহোনপুর, পাকুরতলা ও কৈজুরি ইউনিয়নের হাটপাচিল গ্রামে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। ফলে এসব গ্রামের মানুষের মধ্যে ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে। 

বন্যার পানিতে ডুবে গেছে খুকনি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম ও আরকান্দির অন্তত ১৫ বাড়িঘর। এসব বাড়িঘরের মানুষ চৌকি উঁচু করে কমলমতি শিশুদের নিয়ে অতিকষ্টে বসবাস করছে। তারা অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে। 

শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের পোতাজিয়া, রাউতারা, রেশমবাড়ি, ভাইমারা, কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু, চর আঙ্গারু, চুলধরি, সড়াতৈল গ্রাম বন্যার পানিতে সয়লাব হয়ে গেছে। নৌকা ছাড়া এসব গ্রামে চলাচল করা যায় না। এছাড়া টানা ভারিবর্ষণে অনেক কাঁচাপাকা সড়কে খানাখন্দ দেখা দিয়েছে। 

এ বিষয়ে শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান সুলতান মাহমুদ জানান, পানি বৃদ্ধি শুরু হওয়ায় এ ইউনিয়নের যমুনা পাড়ের মানুষ ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে। 

খুকনি ইউনিয়নের চেয়ারম্যান মুল্লুক চাঁন জানান, বন্যা মৌসুম শুরু হওয়ার পর থেকে তার ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম ও আরকান্দি গ্রামে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। গত ২ মাসে অন্তত ২ শতাধিক বাড়িঘর যমুনায় বিলীন হয়ে গেছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রঞ্জিত কুমার সরকার জানান, গত ২ দিনের ভারি বর্ষণ ও উজানের ঢলে যমুনায় পানি বৃদ্ধি শুরু হয়েছে। এ পানি বৃদ্ধি আরও কয়েকদিন বাড়তে পারে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত