কক্সবাজারে ভারি বর্ষণে মা-মেয়েসহ ৫ জনের মৃত্যু, নিখোঁজ ১
কক্সবাজারে ভারি বর্ষণে মা-মেয়েসহ ৫ জনের মৃত্যু, নিখোঁজ ১
কক্সবাজারের চকরিয়া, উখিয়া ও মহেশখালীতে এক দিনে পাঁচজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছেন। সোমবার পৃথক সময়ে বাড়ির মাটির দেয়ালচাপা ও টমটমের ব্যাটারি চার্জ দিতে গিয়ে তাদের মৃত্যু হয় এবং একজন ঢলের পানিতে ভেসে গেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান জানান, গত কয়েক দিন ধরে ভারিবর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চকরিয়ার ১৮টি ইউনিয়ন ও পৌর এলাকার শতাধিক গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন লাখো মানুষ। মাতামুহুরী নদীতে তীব্র বেগে ঢল নেমেছে। ঢলের পানির সঙ্গে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে শাহা আলম (২৮) নামে এক পান ব্যবসায়ী নিখোঁজ হন। তিনি লক্ষ্যারচর ইউনিয়নের হাজিপাড়ার মৃত জাকের হোছাইনের ছেলে বলে জানিয়েছেন এলাকাবাসী।
ইউএনও আরও জানান, উপজেলার বরইতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সরকারি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম পূর্ব ভিলিজারপাড়ায় মাটির ঘরের দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে অতিবর্ষণে রাস্তাঘাট তলিয়ে ওই পাড়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় চেয়ারম্যান-মেম্বাররা বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারছেন না। তবে দেয়াল ধসে শিশু মৃত্যুর খবর সঠিক বলে জানিয়েছেন ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান।
অপরদিকে, টানা ভারি বর্ষণে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে ক্যাম্প-৯ এর এ/৬ ব্লকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আনোয়ার ইসলামের স্ত্রী জান্নাত আরা (২৮) এবং তাদের মেয়ে মাহিম আক্তার (২)। ক্যাম্পে কর্মরত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, খবর পেয়ে পানবাজার পুলিশ ক্যাম্পের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অন্য রোহিঙ্গাদের সহায়তায় মাটিচাপা অবস্থায় জান্নাত আরা (২৮) এবং শিশু মাহিমকে উদ্ধার করে।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, মা-মেয়ের লাশ সুরতহাল তৈরির পর বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
অপরদিকে, ভারি বর্ষণে মহেশখালীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দুপুর ১টার দিকে মহেশখালী পৌরসভার গোরকঘাটা এলাকায় টমটম চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত ইয়াছিন মামুন (১৬) পৌরসভার কলেজপাড়া এলাকার মুহাম্মদ রফিকের ছেলে। লিডারশিপ হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল সে। মামুনের বাবা পৌরসভার সুইপার হিসেবে কাজ করেন।
নিহতের পারিবারিক সূত্র জানায়, সংসারের খরচ জোগাতে পড়াশোনার পাশাপাশি টমটম চালাত মামুন।
মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) তাজউদ্দীন বলেন, বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে শুনেছি; কিন্তু কেউ লিখিত অভিযোগ দেয়নি।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`