মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন মার্কিন রাষ্ট্রদূত

অপরাজেয় বাংলা ডেস্ক

২২:১৫, ৫ আগস্ট ২০২৩

৪৬০

বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশের জাতীয় নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। এ সময় তিনি বলেন, নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো কথা বলতে চাই না। 

শনিবার (৫ আগস্ট) সকাল ১০টায় টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল পরিদর্শনে গেলে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান।

ফুলেল শুভেচ্ছা বিনিময়ের পর কুমুদিনী কমপ্লেক্সের লাইব্রেরি মিলনায়তনে চা চক্রে মিলিত হন রাষ্ট্রদূত ও তার পরিবারের সদস্যগণ। পরে কুমুদিনী হাসপাতাল ও কুমুদিনী কমপ্লেক্সের বিভিন্ন সেবাধর্মী ইউনিট পরিদর্শন করেন। এ সময় কুমুদিনী হাসপাতাল, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, কুমুদিনী নার্সিং স্কুল অ্যান্ড কলেজ ও ভারতেশ্বরী হোমসসহ বিভিন্ন সেবাধর্মী কাজ দেখে রাষ্ট্রদূত প্রশংসা করেন।

এ সময় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট্র অব বেঙ্গল বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, পরিচালক শ্রীমতি সাহা, পরিচালক সম্পা সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, এজিএম (অপারেশন) অনিমেশ ভৌমিক লিটন, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. এম এ হালিম, ভারতেশ্বরী হোমসের প্রিন্সিপাল মন্দিরা চৌধুরী, কুমুদিনী নার্সিং কলেজের প্রিন্সিপাল সিস্টার রীনা ক্রুস, মেট্রন দিপালী পেরেরা এবং ভাইস প্রিন্সিপাল সিস্টার শেফালী সরকারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত