মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টঙ্গীতে দেয়াল ধসে তিন শ্রমিকের মৃত্যু

অপরাজেয় বাংলা ডেস্ক

২২:০২, ২৯ জুলাই ২০২৩

২৯৬

টঙ্গীতে দেয়াল ধসে তিন শ্রমিকের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে সিটি করপোরেশনের নির্মাণাধীন ড্রেনের কাজ করার সময় দেয়াল ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় টঙ্গী পাগাড় এলাকায়।

মৃতরা হলেন- ময়মনসিংহ জেলার নান্দাইল থানার কড়ইকান্দি গ্রামের আরিফ হাসানের ছেলে বকুল মিয়া (৩৫), একই এলাকার নর্দানগর গ্রামের আকন্দ মিয়ার ছেলে সুলতান (৫০) ও টঙ্গীর গোপালপুর এলাকার ধনু মিয়ার ছেলে সবুজ (৩৫)।

এ ঘটনায় মাহতাব ও নয়ন নামে আরও দুইজন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় মাহতাবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানায়, ওই এলাকায় সকাল থেকে সিটি করপোরেশনের নির্মাণাধীন ড্রেনের কাজ করছিলেন ৩০ জন শ্রমিক। সন্ধ্যায় নির্মাণ কাজ চলাকালে পার্শ্ববর্তী একটি প্লটের সীমানা প্রাচীরের দেয়াল ধসে শ্রমিকদের উপর পড়ে। এতে ঘটনাস্থলে ওই তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। এ সময় দুইজন শ্রমিক আহত হন।

খবর পেয়ে টঙ্গী দমকল বাহিনীর একটি দল উদ্ধার কাজ করছে। আহত ও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এ ব্যাপারে টঙ্গী দমকল বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ইকবাল হাসান বলেন, আমাদের দমকল বাহিনীর দুটি টিম উদ্ধার কাজ করছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত