মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মানুষের জানমালের নিরাপত্তায় কাজ করছে র‌্যাব: র‌্যাব ডিজি

অপরাজেয় বাংলা ডেস্ক

২৩:২৯, ২০ জুলাই ২০২৩

২৪৬

মানুষের জানমালের নিরাপত্তায় কাজ করছে র‌্যাব: র‌্যাব ডিজি

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে র‌্যাব। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে এ বাহিনীর কার্যকরী ভূমিকা রয়েছে এ কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে র‌্যাব ফোর্সেস জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে  সফল অভিযান পরিচালনা করে জনসাধারণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নবনির্মিত র‌্যাব-৬ এর ক্যাম্প উদ্বোধন শেষে প্রধান অথিতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

র‌্যাব প্রধান দৃঢ়ভাবে বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখতে র‌্যাব বদ্ধ পরিকর। 
তিনি বলেন, গোপালগঞ্জে কোটালীপাড়ায় বোমা হামলার মাধ্যমে প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টায় জড়িত মুফতি হান্নানসহ অন্যান্যদের গ্রেফতার করেছে র‌্যাব। এছাড়াও তারা ডাকাতি ও দস্যুতা, খুন, ধর্ষণ ও মাদকসহ অন্যান্য অপরাধের সাথে জড়িতদেরও গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

এম খুরশীদ হোসেন বলেন, গোপালগঞ্জে র‌্যাব ক্যাম্প ছিল না, যার কারনে অপরাধ সংঘটিত হলে খুলনা থেকে এসে র‌্যাব-৬কে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে ক্রমাগত সমস্যায় পড়তে হতো। এলিট ফোর্স র‌্যাবের সেবা নিশ্চিত করতে গোপালগঞ্জবাসীর দাবির প্রেক্ষিতে ও প্রধানমন্ত্রীর নির্দেশে গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় র‌্যাবের স্থায়ী ক্যাম্প স্থাপন করা হলো। গোপালগঞ্জে স্থাপিত র‌্যাব ক্যাম্প মাদক ও সন্ত্রাসসহ অন্যান্য অপরাধ দমনে কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

র‌্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবির, গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল-বেলি আফিফা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সিনিয়র সহকারি পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহা, ওসি মুহাম্মদ ফিরোজ আলম, কাশিয়ানী উপজেলা পরিষদের চেয়ারম্যান সুবব্রত ঠাকুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। 

বিকেলে র‌্যাব প্রধান তার নিজ গ্রামে উপজেলার বরাশুর রেলওয়ে একতা কিন্ডার গার্টেন স্কুল মাঠে মাদক, জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সুধি সমাবেশে বক্তৃতা করেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত