মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পানিতে ডুবে মারা গেল ৭ শিশু

অপরাজেয় বাংলা ডেস্ক

২১:৫০, ১৫ জুলাই ২০২৩

৩০১

পানিতে ডুবে মারা গেল ৭ শিশু

বগুড়ার দুপচাঁচিয়া, জামালপুরের বকশীগঞ্জ, নাটোরের বড়াইগ্রাম, খুলনার পাইকগাছা, পটুয়াখালীর দুমকি, নাটোরের সিংড়া ও কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে সাত শিশু মারা গেছে। 

এদিকে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ শিশু দুদিনেও উদ্ধার হয়নি। 

বগুড়ার দুপচাঁচিয়ায় আরিয়ান হোসেন (৫) নামে এক শিশু নাগর নদে গোসল করতে নেমে ডুবে মারা গেছে। শনিবার সকালে উপজেলার দোগাছী গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসে এ দুর্ঘটনা ঘটে। দুপুরে তার লাশ ভেসে উঠলে এলাকাবাসীরা উদ্ধার করেন। শিশু আরিয়ান আদমদীঘির সান্তাহার চা বাগান এলাকার সৌদি প্রবাসী আনোয়ার হোসেন লিটনের ছেলে। সে পার্শ্ববর্তী দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের দোগাছী গ্রামে নানা ইউনুস আলী সরদারের বাড়িতে বেড়াতে আসে। 

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ শাকিলকে (৭) দুদিনেও উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার মেঘারপটল গ্রামের নজরুল ইসলামের শিশুপুত্র শাকিল বন্ধুদের নিয়ে যমুনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। 

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া বিলেরপাড়া গ্রামে বিলের পানিতে ডুবে নুসরাত (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি ওই গ্রামের লিটন মিয়ার মেয়ে। জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে শিশু নুররাতকে সঙ্গে নিয়ে বাড়ির কাছে বাবা লিটন মিয়া বিলেরপাড়ে রেখে মাছ ধরতে যান। পরে এসে তাকে দেখতে না পেয়ে খোঁজতে থাকেন। একপর্যায়ে পানিতে লাশ ভাসতে দেখতে পান। 

নাটোরের বড়াইগ্রামে ডোবার পানিতে ডুবে ইয়াসিন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার গড়মাটি খাঁপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইয়াসিন ওই গ্রামের ইলিয়াস আলী খানের ছেলে।

খুলনার পাইকগাছায় পুকুরে ডুবে হুসাইন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে পৌরসভার ৮নং ওয়ার্ডের বাতিখালীতে এ দুর্ঘটনা ঘটে। হুসাইন খুলনার লবণচোরা থানার সাচিবুনিয়ার গ্রামের আজিজুল শেখের ছেলে। শিশুটির মা লিমা খাতুন জানান, বর্তমান তারা বাতিখালীতে বসবাস করছেন। শুক্রবার দুপুরে মা লিমা খাতুন পাশে শিবসা নদী থেকে হুসাইনের গোসলের পানি আনতে যান। এ সময় মায়ের অজান্তে শিশুটি তার পেছনে পেছনে গিয়ে কোনো এক সময় রাস্তার পাশে পুকুরে পড়ে তলিয়ে যায়। 

পটুয়াখালীর দুমকিতে পানিতে ডুবে ইয়াছিন (৭) নামে  প্রথম শ্রেণিতে পড়ুয়া এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দুমকি গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে। ইয়াছিন ওই গ্রামের মো. রিপন প্যাদার ছেলে। নাটোরের সিংড়ায় জাম কুড়াতে গিয়ে পানিতে ডুবে আয়েশা খাতুন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার হুলহুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশু আয়েশা ভ্যানচালক সুলতান প্রামাণিকের মেয়ে। 

কুষ্টিয়ার মিরপুরে তিন দিনের ব্যবধানে পানিতে ডুবে আফিয়া খাতুন (৫) নামে আরও এক শিশুর মৃতু্যু হয়েছে। শনিবার বিকালে উপজেলার কৃষ্ণপুর গ্রামে বাড়ির পাশে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিশু আফিয়া ওই গ্রামের আরিজুল ইসলামের মেয়ে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত