মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রধানমন্ত্রীকে আনারস উপহার পাঠিয়েছেন ত্রিপুরার মূখ্যমন্ত্রী

অপরাজেয় বাংলা ডেস্ক

২২:১০, ৮ জুলাই ২০২৩

৭৭৭

প্রধানমন্ত্রীকে আনারস উপহার পাঠিয়েছেন ত্রিপুরার মূখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার হিসেবে  ৯৮০ কেজি আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মূখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। 

শনিবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখায় মূখ্যমন্ত্রী মানিক সাহার পক্ষে ত্রিপুরা হর্টিকালচারের পরিচালক ফনী ভূষণ জমাতিয়া চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনারের এএসও নবুল সোণোয়ালের কাছে আনারসগুলো তুলে দেন।

ত্রিপুরা হর্টিকালচারের পরিচালক ফনী ভূষণ জমাতিয়া বলেন, ত্রিপুরার মূখ্যমন্ত্রী ডা. মানিক সাহা শুভেচ্ছা উপহার হিসেবে বাংলাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ত্রিপুরার বিখ্যাত কিউভেইরাটিস জাতের আনারস পাঠিয়েছেন। এর মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও সুদৃঢ় হবে। আমরা খুব আনন্দিত আমাদের এই বিখ্যাত আনারস বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার হিসেবে দিতে পেরে। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা হর্টিকালচারের সহকারী পরিচালক ড. দীপক বৈদ্য, আগরতলা স্থলবন্দরের ব্যবস্থাপক দেবাশীষ নন্দী, আখাউড়া কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা আশরাফ উদ্দিন, ইমিগ্রেশন কর্মকর্তা এএসআই দেওয়ান মোরশেদুল হকসহ দু’দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত