মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সাংবাদিক নাদিম হত্যা

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন ইউপি চেয়ারম্যান বাবু

অপরাজেয় বাংলা ডেস্ক

২২:৩২, ২৩ জুন ২০২৩

৩৩৩

সাংবাদিক নাদিম হত্যা

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন ইউপি চেয়ারম্যান বাবু

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শুক্রবার (২৩ জুন) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালতে ১৬৪ ধারায় এ জবানবন্দি দেন। জেলা ডিবি পুলিশের ওসি আরমান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের আদালতে রেজাউল করিম ও মনিনুল ইসলাম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।  

জেলা ডিবি পুলিশের ওসি আরমান আলী বলেন, বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের আদালতে ৬ জনের মধ্যে দুই আসামি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ (শুক্রবার) প্রধান আসামি ইউপি চেয়ারম্যান বাবুর ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ইউসুফ আলী বলেন, নাদিম হত্যা মামলায় মোট ১৩ আসামিকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

গত ১৪ জুন রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার পথে পিটিয়ে গুরুতর আহত করা হয় সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে। আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ১৫ জুন তিনি মারা যান।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত